দুর্গাপুর , 11 এপ্রিল : লকডাউন ভাঙায় 7 যুবককে গ্রেপ্তার করল দুর্গাপুর থানার পুলিশ। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে তিনটি বাইক ।
দুর্গাপুরে লকডাউন ভেঙে গ্রেপ্তার 7, বাজেয়াপ্ত 3টি বাইক - শিল্পনগরী
লকডাউন চলাকালীন দুর্গাপুর থানার পুলিশের পক্ষ থেকে বার বার সচেতন করা হয় শিল্পনগরীর মানুষদেরকে ৷ কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু মানুষ লকডাউনের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে বেপরোয়া হয়ে ঘুরে বেড়াতে থাকে শিল্পনগরীর রাস্তায় ৷ এবার শক্ত হাতে তার মোকাবিলায় নামল দুর্গাপুর থানার পুলিশ ৷
লকডাউন চলছে। এই সময় বাড়ির বাইরে যাতে কেউ না বেরোন তার জন্য দীর্ঘদিন ধরে বহু আবেদন-নিবেদন করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এরপরেও অনেকেই বেপরোয়া মনোভাব নিয়ে বেরিয়ে পড়ছে রাস্তায়। এরকমই সাতজনকে গতরাতে দুর্গাপুর থানার পুলিশ দুর্গাপুর ইস্পাত নগরী এলাকার কাছে দয়ানন্দ রোড থেকে গ্রেপ্তার করে। এরা বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছিল বলে অভিযোগ।
লকডাউন চলাকালীন দুর্গাপুর থানার পুলিশের পক্ষ থেকে বার বার সচেতন করা হচ্ছে শিল্পনগরীর মানুষদের । কিন্তু তার পরেও অনেকে লকডাউনের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে ঘুরে বেড়াচ্ছে শিল্পনগরীর রাস্তায় । দুর্গাপুরের বেনাচিতি বাজারসহ বিভিন্ন রাস্তায় দেখা যাচ্ছে তাদের । উৎসবের মেজাজে ঘুরে বেড়াচ্ছে তারা । কিন্তু এবার শক্ত হাতে তার মোকাবিলায় নামল দুর্গাপুর থানার পুলিশ।