দুর্গাপুর, 10 জুন : কোরোনা আক্রান্ত দুর্গাপুরের একটি বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার । সেই কারণে তিনদিন বন্ধ রাখা হচ্ছে ওই ব্রাঞ্চ । ব্যাঙ্কের কর্মীদের কোয়ারানটিন করা হয়েছে । তাঁদের সোয়াব পরীক্ষার জন্য পাঠানো হবে । কোন কোন কর্মী ম্যানেজারের সংস্পর্শে এসেছেন তাও খতিয়ে দেখা হচ্ছে ।
জানা গেছে, গত বৃহষ্পতিবার কর্মস্থানে অসুস্থ হয়ে পড়েন ম্যানেজার । তাঁকে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে ওই ম্যানেজারের সোয়াব পরীক্ষা করা হয় । তখন রিপোর্ট নেগেটিভ আসে। পরদিন ওই ব্যক্তিকে কলকাতার আর এন টেগোর হাসপাতালে ভরতি করা হয় । সেই হাসপাতালেও ব্যাঙ্ক ম্যানেজারের সোয়াব পরীক্ষা হয় । গতকাল টেস্টের রিপোর্ট আসে । জানা যায়, ওই ব্যক্তি কোরোনা পজ়িটিভ ।