দুর্গাপুর, 3 জানুয়ারি : BJP-র অভিযোগ নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 নিয়ে রাজ্যবাসীকে ভুল বোঝানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে ।BJP জানিয়েছে, সাধারণ মানুষের মধ্যে এই ইশুতে ভ্রান্তি কাটাতে তাদের তরফে বাড়ি বাড়ি গিয়ে পুস্তিকা ও লিফলেট বিলি করা হবে ।
BJP-র সাতটি সাংগঠনিক জেলার সভাপতি ও মণ্ডল সভাপতিদের নিয়ে আজ দুর্গাপুরের বিধানভবনে বৈঠক করেন রাজ্য নেতারা । বৈঠকে রাজ্য BJP-র সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়, সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরি, পুরুলিয়ার BJP সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাত প্রমুখ ছিলেন । বৈঠকে সিদ্ধান্ত হয় CAA নিয়ে BJP-র কর্মীরা ছোটো ছোটো গ্রুপ করে বাড়ি বাড়ি প্রচার করবে । সাধারণ মানুষকে নাগরিকত্ব সংশোধনী আইন কী তা বোঝাবে ।