বারাবনি, 5 ডিসেম্বর : বরাবনি থানার জামগ্রাম এলাকায় বিজেপির মিছিলে হামলা করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ আজ 'আর নয় অন্যায়'নামে একটি মিছিলের আয়োজন করেছিল বিজেপি ৷ অভিযোগ, মিছিল শুরুর আগেই লাঠি, বোমা, আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিলে আক্রমণ করে দুষ্কৃতীরা ৷ এই ঘটনায় কালীচরণ দাস নামে এক বিজেপি কর্মীর বুকে গুলি লেগেছে ৷ বর্তমানে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন ৷
বারাবনিতে মিছিলে হামলা, গুলিবিদ্ধ বিজেপি কর্মী
এই ঘটনায় কালীচরণ দাস নামে এক বিজেপি কর্মীর বুকে গুলি লেগেছে ৷ বর্তমানে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন ৷
গুলিবিদ্ধ বিজেপি কর্মী
এই ঘটনায় জখম হয়েছেন বিজেপির ব্লক সভাপতি সাধন রাউত সহ নিত্যানন্দ অধিকারী, প্রকাশ বাউড়ি নামে দুই বিজেপি কর্মী ৷ বোমার আঘাতে জখম হয়েছেন বেশ কয়েকজন৷
বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘুড়ুই জানিয়েছেন, তৃণমূলের নেতৃত্বেই দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷