বারাবনি, 23 অগস্ট :তীব্র শব্দে বিস্ফোরণে কেঁপে উঠল বারাবনির দাসকেয়ারি গ্রাম । বিস্ফোরণের উৎস খুঁজতে গিয়ে দেখা যায় এলাকার বিজেপি কর্মী বলে পরিচিত মনেশ পালের একটি পরিত্যক্ত টালির বাড়ির উপরের অংশ বিস্ফোরণের ফলে উড়ে গিয়েছে । বারাবনি থানার পুলিশ ঘটনার পরিপ্রেক্ষিতে মনেশ পাল এবং তাঁর দাদা গণেশ পালকে আটক করেছে । পুলিশের প্রাথমিক অনুমান মজুত করা বোমার বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে । ঘটনার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর ।
বারাবনি থানার দাসকেয়ারী কুমোর পাড়া অঞ্চলে গণেশ পাল এবং মনেশ পালের একটি পরিত্যক্ত টালির বাড়ি রয়েছে । সেই বাড়িতে কেউ না থাকলে সেই বাড়িতে খড়, ঘুঁটে-সহ অন্যান্য নানা জিনিসপত্র রাখার স্টোর রুম হিসেবে ওই বাড়িটিকে ব্যবহার করা হত । টালির বাড়ি হলেও বাড়িটি দোতলা । ওই বাড়ির পাশে একই উঠোনে থাকেন পরিবারের মেয়ে, জামাই সুন্দরী এবং দক্ষিণ পাল ।
আরও পড়ুন :Murder : বচসা থেকে হাতাহাতির জেরে দুর্গাপুরে খুন, পলাতক অভিযুক্ত
সুন্দরী পাল বলেন, ‘‘আজ বেলা 11 টা নাগাদ হঠাৎ তীব্র শব্দে বিস্ফোরণ হয় । তারপর চেয়ে দেখি চারিদিকে ধোঁয়ায় ভরে গিয়েছে । ধোঁয়া কমলে দেখি টালির ঘরের উপরের অংশে সমস্তটাই উড়ে গিয়েছে । চারিপাশের টালি ছড়িয়ে পড়েছে । আওয়াজ শুনে প্রতিবেশীরাও ছুটে আসে । আমরা ওই বাড়িটিতে শুধুমাত্র রান্না করি । আর খড়, ঘুঁটে-সহ অনান্য জিনিসপত্র জিনিসপত্র রাখা হত । কীভাবে এই ঘটনা ঘটল তা বলতে পারব না ।’’
সুন্দরী পালের স্বামী দক্ষিণ পাল বলেন, "বারাবনি থানার পুলিশ ঘটনার তদন্ত করতে এসে বেশ কিছু সুতলি-সহ অন্যান্য জিনিস নিয়ে গিয়েছে । প্রচণ্ড বারুদের গন্ধ উঠছিল । তবে কীভাবে এই ঘটনা ঘটল সে সম্পর্কে কিছুই জানি না । আমরা কখনও উপরতলায় যেতাম না ।"