পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bokaro-Bardhaman Passenger : অল্পের জন্য রক্ষা! আসানসোলে লাইনচ্যুত বোকারো-বর্ধমান প্যাসেঞ্জার - বোকারো বর্ধমান প্যাসেঞ্জার ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল ওই এলাকায়

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বোকারো-বর্ধমান প্যাসেঞ্জার ট্রেন। মঙ্গলবার সন্ধ্যায় আসানসোল স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরেই এই ট্রেনের একটি কামরা লাইনচ্যুত হয় (Bokaro-Bardhaman passenger train derailed) ।

Bokaro Bardhaman Passenger
লাইনচ্যুত বোকারো-বর্ধমান প্যাসেঞ্জার ট্রেন

By

Published : Jun 7, 2022, 9:39 PM IST

আসানসোল, 7 জুন : বোকারো-বর্ধমান প্যাসেঞ্জার ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল ওই এলাকায় ৷ অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে (Bokaro-Bardhaman passenger train derailed) ৷

ট্রেনের চালক বিপদ বুঝে ট্রেনটিকে থানিয়ে দেন। গাড়ির গতি কম থাকার কারণে বড়সড় দুর্ঘটনা ঘটেনি। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি রেল ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছন। তাঁদের সঙ্গে পৌঁছন আসানসোল রেল ডিভিশনের ডি আরএম প্রেমানন্দ শর্মা। কী কারণে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে রেল কর্তৃপক্ষ।

যদিও তৎপরতার সঙ্গে ট্রেনের ওই কামরাটিকে পুনরায় ট্র‍্যাকে চাপিয়ে গন্তব্যের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। যদিও এই ঘটনার ফলে যাত্রীদের মধ্যে আশঙ্কা ছড়িয়েছিল। পাশাপাশি স্টেশন থেকে বেরিয়েই ট্রেনটি লাইনচ্যুত কী করে হল তা নিয়েও উঠছে প্রশ্ন। যদিও রেলের তরফে জানানো হয়েছে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

আরও পড়ুন :মালদা মেডিক্যাল পরিদর্শনে নতুন জেলাশাসক, পরিচ্ছন্নতা ও নিকাশি নিয়ে তুললেন প্রশ্ন

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details