আসানসোল, 7 জুন : বোকারো-বর্ধমান প্যাসেঞ্জার ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল ওই এলাকায় ৷ অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে (Bokaro-Bardhaman passenger train derailed) ৷
ট্রেনের চালক বিপদ বুঝে ট্রেনটিকে থানিয়ে দেন। গাড়ির গতি কম থাকার কারণে বড়সড় দুর্ঘটনা ঘটেনি। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি রেল ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছন। তাঁদের সঙ্গে পৌঁছন আসানসোল রেল ডিভিশনের ডি আরএম প্রেমানন্দ শর্মা। কী কারণে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে রেল কর্তৃপক্ষ।