পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সালানপুরে কয়লার স্তূপ থেকে উদ্ধার ডাম্পার চালকের মৃতদেহ - coal dumping ground

আজ ডাম্পিং গ্রাউন্ডে কয়লা সরাতে গেলে দুর্গন্ধ বেরোতে থাকে । এরপরই সেখান থেকে নিখোঁজ ডাম্পার চালকের মৃতদেহ উদ্ধার হয় ।

মৃতদেহ উদ্ধার
মৃতদেহ উদ্ধার

By

Published : Apr 24, 2020, 8:47 PM IST

সালানপুর, 24 এপ্রিল : কয়লার স্তূপ থেকে উদ্ধার হল ডাম্পার চালকের মৃতদেহ । ECL-এর সালানপুর এরিয়ার বনজেমারি খনির ডাম্পিং গ্রাউন্ডে আজ সন্ধ্যায় দেহটি উদ্ধার হয় । খবর পেয়ে ঘটনাস্থানে যায় সালানপুর থানার পুলিশ ।

মৃত ডাম্পার চালকের নাম নিমাই পাল । বাড়ি সালানপুরের আল্লাডি গ্রামে । মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন তিনি । আজ সন্ধ্যায় তাঁর দেহ উদ্ধার হয় । একটি বেসরকারি ট্রান্সপোর্ট সংস্থায় ডাম্পার চালানোর কাজ করতেন তিনি । মঙ্গলবার তিনি কাজে যান । কিন্তু, তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি । পরিবারের সদস্যরাও কোনও সন্ধান পায়নি । আজ ডাম্পিং গ্রাউন্ডে কয়লা সরাতে গেলে দুর্গন্ধ বের হতে থাকে । এরপরই কয়লা সরালে নিমাই পালের পচাগলা দেহ উদ্ধার হয় । পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ।

পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ি লোডিং-আনলোডিংয়ের সময় কোনওভাবে কয়লার নিচে চাপা পড়ে গিয়েছিলেন নিমাই । তারপরই তাঁর মৃত্যু হয় । আজ কয়লা সরাতে গিয়ে বিষয়টি সামনে আসে । তাঁর পরিবারের তরফে কোনও খুন বা ষড়যন্ত্রের অভিযোগ করা হয়নি । তাঁরাও বিষয়টি দুর্ঘটনা বলে মনে করছেন । তবে, খনি চত্বরে গাফিলতির কারণেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে মনে করছেন অন্য শ্রমিকরা ।

ABOUT THE AUTHOR

...view details