দামোদর নদ থেকে উদ্ধার কিশোরের দেহ - দামোদর নদ
দামোদরে নদে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া তিন কিশোরের মধ্যে আজ বাকি একজনের মৃতদেহ উদ্ধার হল ৷ গতকালই দুজনের দেহ উদ্ধার করে ডিজ়াস্টার ম্যানেজমেন্টের কর্মীরা ৷
রানিগঞ্জ ,19 নভেম্বর : আজ ফের সকাল থেকে দামোদর নদে তল্লাশি করার পর এক কিশোরের মৃতদেহ উদ্ধার হল। উদ্ধার হওয়া কিশোরের নাম অভিষেক মাহাতো। গতকাল দামোদর নদে খোঁজাখুঁজির পর রোশন সিং ও অভিষেক মিশ্রের মৃতদেহ উদ্ধার হয় । আজ সকালে উদ্ধার হওয়া মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।
প্রসঙ্গত " রানিগঞ্জের চণ্ডী মন্দিরের কাছে দামোদর নদে স্নান করতে নেমে তিনজন তলিয়ে যায় । তারা হল রোশন সিং, অভিষেক মিশ্র ও অভিষেক মাহাত । আগেই দু'জনের দেহ উদ্ধার করেন ডিজ়াস্টার ম্যানেজমেন্টের কর্মীরা ।