পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Blast at Petrol Pump: বাতিল ট্যাংকার কাটার সময় বিস্ফোরণ, আহত 2 - বেলদা

পশ্চিম মেদিনীপুরের বেলদার একটি পেট্রল পাম্পে বিস্ফোরণের (Blast at Petrol Pump) ঘটনা ঘটল ৷ একটি পুরনো ও বাতিল তেলের ট্যাংকার কাটার সময় ঘটে বিপত্তি ৷

Blast at Petrol Pump in Belda during an old Oil Tanker was cutting by Gas Cutter
বিস্ফোরণের পর

By

Published : Mar 26, 2023, 5:55 PM IST

বিস্ফোরণ ও আগুনে আতঙ্ক

বেলদা, 26 মার্চ:জং ধরা, বাতিল তেলের ট্য়াংকার কাটতে গিয়ে বিপত্তি ৷ হঠাৎ বিস্ফোরণে ছড়াল আতঙ্ক ৷ জখম হলেন দু'জন ৷ তাঁদের মধ্যে একজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে পাঠাতে হয়েছে ৷ রবিবারের এই ঘটনার জেরে হুলুস্থূল পড়ে যায় পশ্চিম মেদিনীপুরের বেলদার একটি পেট্রল পাম্পে (Blast at Petrol Pump) ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হিন্দুস্তান পেট্রলিয়ামের এই পেট্রল পাম্পটিতে দীর্ঘদিন ধরেই একটি পুরনো ও বাতিল তেলের ট্যাংকার পড়েছিল ৷ দীর্ঘদিন খোলা আকাশের নীচে পড়ে থাকায় রোদে, বৃষ্টিতে সেটিতে মরচে ধরতে শুরু করে ৷ এই অবস্থায় পুরনো ট্যাংকারটি কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সেই মতোই রবিবার মিস্ত্রীরা এখানে আসেন ৷ গ্য়াস কাটার দিয়ে ট্যাংকারটি কাটতে শুরু করেন তাঁরা ৷ সেই সময় আগুনের স্ফূলিঙ্গ ছড়িয়ে বিস্ফোরণ ঘটে বলে দাবি করছেন প্রত্যক্ষদর্শীরা ৷ কিন্তু, শুকনো খটখটে ট্য়াংকার কীভাবে ফেটে গেল, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই ৷

ঘটনাটি যখন ঘটে, তখন বিকট শব্দ হয় ৷ তাতে ভয় পেয়ে যান আশপাশে থাকা মানুষজন ৷ অনেকেই ভেবেছিলেন হয়তো পেট্রল পাম্পে বিস্ফোরণ হয়েছে ! এদিকে, এই ঘটনার সময় কাছেই দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি ৷ তাঁর মাথা ফেটে যায় ৷ হাতেও চোট লাগে ৷ রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে দ্রুত বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি ৷ ট্য়াংকারের কাছে বসে থাকা আরও এক ব্যক্তি পায়ে আঘাত পান ৷ তবে, তাঁকে হাসপাতালে পাঠানোর প্রয়োজন হয়নি ৷

আরও পড়ুন:হাওড়ার স্ক্র্যাপ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, গুরুতর জখম 6 শ্রমিক

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ ৷ খড়্গপুর থেকে দমকলবাহিনী আসে ৷ দমকলকর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত দেন স্থানীয় বাসিন্দারা ৷ পুলিশ ও দমকল এই ঘটনায় কাঠগড়ায় তুলেছে সংশ্লিষ্ট সকলকে ৷ তাদের বক্তব্য, পেট্রল পাম্পের মতো একটি জায়গায় কেন কাটা হচ্ছিল তেলের ট্য়াংকার ৷ এই বিস্ফোরণ বড় কোনও অঘটনও ঘটাতে পারত ৷ পেট্রল পাম্পের মজুত জ্বালানিতে কোনও কারণে আগুন লেগে গেলে বহু মানুষের প্রাণ যেতে পারত ! ঘটনার তদন্ত চলছে ৷

ABOUT THE AUTHOR

...view details