পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Rally: 'আমার মাটি আমার দেশ' কর্মসূচি নিয়ে ধুন্ধুমার আসানসোল, আটক অগ্নিমিত্রা-সহ বিজেপি কর্মীরা - BJP Rally in Asansol

BJP Rally in Asansol: বিজেপির আমার মাটি আমার দেশ কর্মসূচিকে ঘিরে নিয়ে তীব্র উত্তেজনা ছড়াল আসানসোলে ৷ আটক করা হল অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির বেশ কয়েকজন কর্মীকে ৷

Asansol unrest
ধুন্ধুমার আসানসোলে

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 2:15 PM IST

Updated : Oct 4, 2023, 2:57 PM IST

ধুন্ধুমার আসানসোলে

আসানসোল, 4 অক্টোবর: বিজেপির 'আমার মাটি আমার দেশ' কর্মসূচি নিয়ে ধুন্ধুমার কাণ্ড আসানসোলে । বুধবার দুপুরে বিভিন্ন ধর্মীয় স্থান থেকে মাটি সংগ্রহের উদ্দেশ্যে আসানসোলে জিটি রোড দিয়ে মিছিল করে আসছিলেন বিজেপির নেতাকর্মীরা । নেতৃত্বে ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল । আসানসোল দক্ষিণ থানার পুলিশ বিজেপির সেই মিছিল আটকায় এবং তা থেকেই উত্তেজনা ছড়ায় ।

বলপূর্বক বিজেপি কর্মীরা যেতে চেষ্টা করলে বিরাট পুলিশ বাহিনী, র‍্যাফ তাঁদের বাধা দেয় । ফলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় । এরপর রাস্তায় বসেই আন্দোলন শুরু করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে অন্যান্য বিজেপি নেতারা । শেষ পর্যন্ত আসানসোল দক্ষিণ থানার পুলিশ অগ্নিমিত্রা-সহ বিজেপির বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করে ।

বুধবার দুপুরে আসানসোলের জিটি রোডের নুরুদ্দিন মোড় শনি মন্দির থেকে শুরু হয় 'আমার মাটি আমার দেশ' পদযাত্রা । উদ্দেশ্য ছিল আসানসোলের বিভিন্ন ধর্মীয় স্থান থেকে মাটি সংগ্রহ করা । নেতৃত্বে ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল । তিনি মাথায় মাটির হাঁড়ি নিয়ে পদযাত্রায় অংশ নেন । কিন্তু পুলিশ সূত্রে খবর, এই কর্মসূচির কোনও অনুমতি ছিল না । ফলে পুলিশ মিছিল করতে বাধা দেয় । দফায় দফায় পুলিশের বাধা দেওয়ার পর আসানসোল দক্ষিণ থানার সামনে বিরাট পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স মিছিলটিকে আটকে দেয় । এরপরেই বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় পুলিশের । মিছিল আটকাতেই প্রতিবাদে রাস্তায় বসে আন্দোলন শুরু করেন অগ্নিমিত্রা পাল, বিজেপি জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়-সহ নেতা-কর্মীরা।

বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

আরও পড়ুন:রাজ্য সরকার উলঙ্গ হয়ে যাবে জেনে কোনওভাবেই দিল্লিতে মন্ত্রীর সঙ্গে দেখা করেননি অভিষেকরা: বিজেপি

এরপর আসানসোল দক্ষিণ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিধায়ক অগ্নিমিত্রা পাল-সহ বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মীকে আটক করেন । আসানসোল দক্ষিণ থানার পুলিশ জানিয়েছে, এই কর্মসূচির কোনও অনুমতি ছিল না ৷ শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্যই মিছিলটিকে আটকানো হয়েছে ।

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটক করা নিয়ে আসানসোলে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি ছিল বুধবার । টায়ার জ্বালিয়ে তারা পথ অবরোধ করে বলে অভিযোগ । অগ্নিমিত্রা পালের অভিযোগ, "এ রাজ্যে যে গণতন্ত্র নেই তা স্পষ্ট হল । তৃণমূলের অবরোধে পুলিশ চুপ রইল । অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মসূচিতে বাধা দিল তৃণমূলের দলদাস পুলিশ ।"

অন্যদিকে, বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন আসানসোলের মহানাগরিক বিধান উপাধ্যায় । তিনি জানিয়েছেন, "যেমন কাজ তেমনই ফল হয়েছে । বর্তমান সময়ে পুজোর বাজার চলছে । আসানসোল বাজারে প্রচণ্ড ভিড় । তাই পুলিশ প্রশাসন শহরের শান্তি বজায় রাখতেই যা করার করেছে ।
এই মিছিলের জেরে ব্যাপক যানজটের চেহারা নেয় আসানসোল জিটি রোড এলাকায় । মিছিলের পরেও বেশ কয়েক ঘণ্টা ধরে সেই যানজট ছাড়াতে পুলিশের নাভিশ্বাস ওঠে ।

Last Updated : Oct 4, 2023, 2:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details