জামুড়িয়া, 22 জুলাই : জামুড়িয়ার চিচুড়িয়াতে BJP-র অস্থায়ী কার্যালয়ে আগুন । পুড়ে যায় চেয়ার-টেবিল, দলীয় পতাকা । স্থানীয় BJP নেতাদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনায় জড়িত ৷
চিচুড়িয়াতে বাঁশ ও প্লাস্টিক ছাউনি দিয়ে একটি অস্থায়ী কার্যালয় খুলেছিল BJP ৷ গতকাল সেখানে আগুন লাগে ৷ BJP কর্মীরা জানান, পুলিশ প্রথমে আগুন লাগার খবর দেয় । কার্যালয়ে গিয়ে কর্মীরা দেখেন, দাউ দাউ করে আগুন জ্বলছে । সেইসময় তৃণমূল কর্মীদের একটি বাস শহিদ দিবসের সমাবেশে যোগ দিতে কলকাতার দিকে যাচ্ছিল । BJP-র অভিযোগ, সমাবেশে যাওয়ার আগে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগুন ধরিয়েছে । দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভালেও কার্যালয়টি ভস্মীভূত হয়ে গেছে ।