পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জামুড়িয়ায় BJP কার্যালয়ে আগুন, অভিযুক্ত তৃণমূল - Jamuria

জামুড়িয়ার চিচুড়িয়ায় BJP কার্যালয়ে আগুন ! তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগুন ধরিয়েছে বলে অভিযোগ BJP কর্মীদের । দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ।

জামুড়িয়া

By

Published : Jul 22, 2019, 7:43 AM IST

জামুড়িয়া, 22 জুলাই : জামুড়িয়ার চিচুড়িয়াতে BJP-র অস্থায়ী কার্যালয়ে আগুন । পুড়ে যায় চেয়ার-টেবিল, দলীয় পতাকা । স্থানীয় BJP নেতাদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনায় জড়িত ৷

চিচুড়িয়াতে বাঁশ ও প্লাস্টিক ছাউনি দিয়ে একটি অস্থায়ী কার্যালয় খুলেছিল BJP ৷ গতকাল সেখানে আগুন লাগে ৷ BJP কর্মীরা জানান, পুলিশ প্রথমে আগুন লাগার খবর দেয় । কার্যালয়ে গিয়ে কর্মীরা দেখেন, দাউ দাউ করে আগুন জ্বলছে । সেইসময় তৃণমূল কর্মীদের একটি বাস শহিদ দিবসের সমাবেশে যোগ দিতে কলকাতার দিকে যাচ্ছিল । BJP-র অভিযোগ, সমাবেশে যাওয়ার আগে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগুন ধরিয়েছে । দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভালেও কার্যালয়টি ভস্মীভূত হয়ে গেছে ।

BJP-র ব্লক সভাপতি গৌতম মণ্ডল বলেন, "জামুড়িয়া থানার পুলিশ জানায়, দলীয় কার্যালয়ে আগুন লেগেছে । কর্মী-সমর্থকরা গিয়ে দেখেন কার্যালয় ভস্মীভূত । সেইসময় তৃণমূল কর্মীদের বাস যাচ্ছিল কলকাতার দিকে । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের কার্যালয়ে আগুন ধরিয়েছে ।"

যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

ABOUT THE AUTHOR

...view details