পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দলীয় পদ ছাড়লেন আসানসোলের বিজেপি নেত্রী সুধাদেবী - Asansol District Committee

সুধাদেবী আসানসোলের প্রয়াত ব্যবসায়ী রামলক্ষ্মণ যাদবের স্ত্রী । 2011 সালে পরিবর্তনের পরেই জুন মাসে খুন হয়েছিলেন রামলক্ষ্মণ যাদব । সেই খুনের কিনারা এখনও হয়নি । রামলক্ষ্মণ যাদবের সমস্ত ব্যবসা বর্তমানে সুধাদেবীই দেখাশোনা করেন । পাশাপাশি সক্রিয় ভাবে বিজেপির সঙ্গে যুক্ত ।

SUDHA DEVI
SUDHA DEVI

By

Published : Jul 1, 2021, 4:54 PM IST

আসানসোল, 1 জুলাই : তিনদিন আগে দল ছেড়েছিলেন বিজেপির এক জেলা সম্পাদক মদনমহন চৌবে । প্রায় 3 হাজার কর্মী-সমর্থককে নিয়ে মলয় ঘটকের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি । এবার বিজেপির আরেক জেলা সম্পাদক ও ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রধান সুধাদেবী দলীয় পদ ছাড়লেন বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন । এই ঘটনায় ফের পশ্চিম বর্ধমান বিজেপি শিবিরে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে ।

সুধাদেবী আসানসোলের প্রয়াত ব্যবসায়ী রামলক্ষ্মণ যাদবের স্ত্রী । 2011 সালে পরিবর্তনের পরেই জুন মাসে খুন হয়েছিলেন রামলক্ষ্মণ যাদব । সেই খুনের কিনারা এখনও হয়নি । রামলক্ষ্মণ যাদবের সমস্ত ব্যবসা বর্তমানে সুধাদেবীই দেখাশোনা করেন । পাশাপাশি সক্রিয় ভাবে বিজেপির সঙ্গে যুক্ত । তাঁকে আসানসোল সাংগঠনিক জেলার সম্পাদক করা হয়েছিল । পাশাপাশি সঙ্কট মোকাবিলা কমিটির প্রধানের দায়িত্বেও ছিলেন সুধা । অথচ দলের সঙ্কটময় পরিস্থিতিতে পদ ছাড়ার ঘোষণা করলেন তিনি ৷

সম্প্রতি বিজেপির আসানসোল জেলার সাংগঠনিক বৈঠকেও অনুপস্থিত ছিলেন সুধাদেবী । তারপরেই ফেসবুক পোস্ট করে দলের পদ ছাড়ার কথা ঘোষণা করেন তিনি । তবে কেন এই সিদ্ধান্ত তা খোলসা করেননি তিনি । সুধাদেবী চেয়েছিলেন আসানসোলে ফলাফল কেন এত খারাপ হল তা নিয়ে পর্যালোচনা হোক । তারপরে নিজেই পদ ছাড়লেন ।

সুধাদেবীর ফেসবুক পোস্ট

আরও পড়ুন : আসানসোলকে বঞ্চিত করেছেন ফিরহাদ, তোপ জিতেন্দ্রর

দলীয় কর্মীদের একাংশের ধারণা, অভিমানেই এমন সিদ্ধান্ত নিয়েছেন সুধাদেবী । তাঁকে সঠিক অর্থে দলে গুরুত্ব দেওয়া হয়নি । যদিও বিজেপির পশ্চিম বর্ধমান সাংগঠনিক জেলার সহ-সভাপতি শিবরাম বর্মন বলেন, "সুধাদেবীর সঙ্গে দলের কোনও সমস্যা নেই । আমরা নিজেদের মধ্যে বসিয়ে বিষয়টি মিটিয়ে নেব । "

ABOUT THE AUTHOR

...view details