আসানসোল, 17 জুলাই: ভোটের পর থেকে অশান্তি এবং সন্ত্রাসের ভয়ে ঘর ছাড়া বিজেপির বহু কর্মী ৷ প্রাণ ভয়ে আসানসোলে বিজেপির জেলা দলীয় অফিসে আশ্রয় নিয়েছন অন্ততপক্ষে 10জন বিজেপি কর্মী ৷ ভোটে জয়ের পরেই তৃণমূলের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী দলীয় কর্মীদের হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, বিরোধীদের উপর কোনও রকমের অশান্তি বরদাস্ত করা হবে না । যদি কোনও দলীয় কর্মী অশান্তি সৃষ্টির চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে । কিন্তু বাস্তবিক ছবিটা একেবারেই উলটো ৷
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকেই আসানসোলের বিভিন্ন ব্লকে অশান্তি শুরু হয়েছিল। বারাবনি, সালানপুর, জামুরিয়া, রানীগঞ্জ-সহ বিভিন্ন ব্লকে বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়া, মারধর করা, হুমকির অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। এমনকী ভোটের দিনেও দেখা যায় রানীগঞ্জ, জামুরিয়া-সহ বিভিন্ন অঞ্চলে অশান্তি ঘটনা ঘটে। সবকিছুর পর স্বভাবতই তৃণমূলের সেখানে নিরঙ্কুশ জয় পেয়েছে।
তবে জয়ের পরেও শাসকদলের অশান্তি যে এখনও থামেনি, তা বোঝা যায় আসানসোলে বিজেপির জেলা দলীয় অফিসে গেলেই। সেখানে ভয়ে ঘরছাড়া হয়ে পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন বিজেপি কর্মীরা । হামলা, মারধর, প্রাণনাশের হুমকি ইত্যাদির ভয়ে তারা লুকিয়ে আছেন ৷ এই প্রসঙ্গেই বিজেপির জেলা সভাপতি দিলীপ দে জানিয়েছেন, "ভোটের পরে অনেকেই ছিলেন ৷ এখনও প্রায় 10 জন বিজেপি কর্মী জেলা দলীয় অফিসে আশ্রয় নিয়েছেন । তাদেরকে ঘরে ফেরানোর চেষ্টা চলছে ।"