পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dilip Ghosh : আসানসোলে দিলীপের সভায় ঢুকতে না পেরে কর্মীদের বিক্ষোভ - Asansol

সোমবার আসানসোলে (Asansol) দিলীপ ঘোষের (Dilip Ghosh) সভায় ঢুকতে না পেরে বিক্ষোভ দেখালেন একাংশ কর্মী ৷ তাঁদের অভিযোগ, তাঁরা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন ৷ প্রায়ই শাসকের রাজনৈতিক হিংসার শিকার হতে হয় তাঁদের ৷ তাঁরা সহ্য করেন ৷ কিন্তু এখন তাঁরাই রাজ্য সভাপতির মিটিংয়ে ঢুকতে পারছেন না ৷ তাই তাঁরা বিক্ষোভ দেখান ৷

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ

By

Published : Jun 7, 2021, 3:15 PM IST

Updated : Jun 7, 2021, 4:43 PM IST

আসানসোল, 7 জুন : দিলীপ ঘোষের (Dilip Ghosh) সভা চলাকালীন বৈঠকে ঢুকতে না পেরে বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপির একাংশ কর্মী । সোমবার আসানসোলের (Asansol) বিজেপির (BJP) জেলা পার্টি অফিসে দিলীপ ঘোষের একটি বৈঠক ছিল । মূলত হারের পর্যালোচনা এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে এই বৈঠক । কিন্তু এই বৈঠকে বেশ কিছু বিজেপি কর্মী ঢুকতে পারেননি বলে তাঁদের অভিযোগ ।

এদিন সভায় ঢুকতে না পেরে কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন ৷ ভিতরে রাজ্য সভাপতির মিটিং চলাকালীনই বাইরে কর্মীদের বিক্ষোভ চলতে থাকে ৷ এমনকি স্থানীয় বিজেপি নেতাদের চোর, মাফিয়া বলেও সম্বোধন করা হয় । বাধ্য হয়ে সভাগৃহের শার্টার নামিয়ে দেওয়া হয় । এরপরেই বাইরে তুমুল বিক্ষোভ শুরু হয় । শেষ পর্যন্ত দিলীপ ঘোষের নির্দেশে ভিতর থেকে বার্তা পাঠানো হয় । জেলার অন্য নেতারা ভিতর থেকে বাইরে এসে বিক্ষোভকারীদের শান্ত করেন ।

সোমবার আসানসোলে দিলীপ ঘোষের সভায় বিক্ষোভ দেখালেন একাংশ কর্মী ৷

বিক্ষোভকারীদের বক্তব্য, "আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করছি । তৃণমূলের গুন্ডারা আমাদের মারধর করছে, আমরা সহ্য করেছি ৷ অথচ এখন আমরাই মিটিংয়ে ঢুকতে পারব না । এটা কী ধরনের বিচার । ভোটের আগে অনেক বড় বড় কথা শুনছিলাম নেতৃত্বের কাছ থেকে । এখন জেলা সভাপতি কী করছেন ?"

আরও পড়ুন : জগদ্দলে বিয়েবাড়িতে বোমাবাজি, ভাঙচুর ; আতঙ্কে এলাকাবাসী

Last Updated : Jun 7, 2021, 4:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details