আসানসোল, 29 জুন : 2 মে বিধানসভা ভোটের পরেই বারাবনির গৌরান্ডি ছাতাডাঙা এলাকায় বেশ কয়েকজন বিজেপি কর্মীর বাড়িতে হামলা হয় । আর তারপর থেকেই বিজেপি যুব মোর্চার বারাবনি মণ্ডল 2-এর সভাপতি বাপি প্রধান ও তাঁর পরিবার সহ চার বিজেপি কর্মীর পরিবার ভয়ে ঘরছাড়া ছিল । ঘর ছেড়ে দেওয়ার পর তাঁদের ঘরেও লুটপাট চালানো হয় বলে অভিযোগ । আজ আসানসোল দুর্গাপুর পুলিশের সহযোগিতায় ঘরছাড়া বিজেপি নেতা - কর্মী ও তাঁদের পরিবারকে ঘরে ফেরত পাঠান হল । একটি বাসে তাঁদের আসানসোল পুলিশ লাইন থেকে বারাবনির ছাতাডাঙায় বাড়িতে ফেরত পাঠানো হয়।
বিজেপি যুব মোর্চার বারাবনি মণ্ডল 2-এর সভাপতি বাপি প্রধান বলেন, "2 মে ভোটের ফলপ্রকাশের পরেই আমাদের চারটি পরিবারের উপর হামলা হয় । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের বাড়ি ভাঙচুর করে এবং লুটপাট করে । আমরা ঘরছাড়া হয়ে যাই । সেই সময় পুলিশের কাছে আমরা অভিযোগ জানালেও পুলিশ আমাদের কোনও রকমের সাহায্য করতে পারেনি । এরপরই আমরা মানবাধিকার কমিশনের শরণাপন্ন হই । তারপর মানবাধিকার কমিশনের সহযোগিতায় পুলিশও নড়েচড়ে বসে এবং শেষমেষ প্রশাসনও বিষয়টি নিয়ে উদ্যোগ গ্রহণ করে । আজ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সহযোগিতায় আমরা বাড়ি ফিরতে পারছি ।"