আসানসোল,7 মে :প্রত্যাশা পূরণ হয়নি বিজেপি নেতাদের । রাজ্যে শাসক দলের পরিবর্তন হয়নি । বিপুল আসন নিয়ে পুনরায় ক্ষমতায় ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । নিজের কেন্দ্র থেকেও পরাজিত হয়েছেন বাবুল সুপ্রিয় । বিধানসভা ভোটের ফলাফলের পর এই প্রথমবার আসানসোলের এলেন বাবুল সুপ্রিয় ।
আসানসোলে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন ৷ কেন এমন ফল হল তা জানতে চাইলে বাবুল বলেন, "আমাদের প্রত্যাশা হয়ত পূরণ হয়নি ৷ আগের বছর আমরা সব মিলিয়ে 3টে আসন পেয়েছিলাম ৷ সেখানে এবারে আসানসোল থেকেই 3টে আসন পেয়েছি, আর সারা পশ্চিমবঙ্গে 77টি আসন ৷ তবে আশানুরূপ ফল হয়নি বলে একটু হতাশ লাগছে ৷ তবে আমরা ঘুরে দাঁড়াবই, এতে কোনও সন্দেহ নেই ৷ "