আসানসোল, 22 মার্চ: একদিকে জিতেন্দ্র তেওয়ারির গ্রেফতারি । বিজেপি নেতৃত্বের অভিযোগ রাজনৈতিক চক্রান্ত করেই গ্রেফতার করা হয়েছে জিতেন্দ্র তেওয়ারিকে । অন্যদিকে জিতেন্দ্র তেওয়ারির গ্রেফতারির 72 ঘণ্টার মধ্যেই রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে কাকতালীয় ভাবে নোটিশ পাঠিয়েছে ইডি (ED Summon for Moloy Ghatak) । শাসক দলের নেতৃত্বের অভিযোগ, প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি । কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক কারণে ব্যবহার করা হচ্ছে ।
গত 18 মার্চ দিল্লি থেকে গ্রেফতার করা হয় বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারিকে । কম্বল কাণ্ডে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যুর ঘটনায় তাঁকে গ্রেফতার করা হয়েছে । 20 মার্চ সুপ্রিম কোর্টে (Supreme Court) তাঁর অন্তর্বর্তীকালীন জামিনের শুনানি ছিল । তার আগেই দিল্লি থেকে জিতেন্দ্রকে গ্রেফতার করে এ রাজ্যে নিয়ে আসার পদ্ধতি নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতারা ।
বিজেপির (BJP) আসানসোল জেলার সাংগঠনিক সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, ‘‘এই রাজ্যে যখন জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে পানিহাটিতে দইচিড়ের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে সাতজন লোকের মৃত্যু হয়, তখন পুলিশ-প্রশাসন চুপ করে বসে থাকে । একই ঘটনা যখন আসানসোলে ঘটে তখন দেখা যায়, জিতেন্দ্র তেওয়ারিকে দিল্লি থেকে গ্রেফতার করে নিয়ে আসে । অথচ জ্যোতিপ্রিয় মল্লিকের কিছু হয় না । এটাই প্রতিহিংসা ।"
পালটা দাবি করেছে শাসক দল তৃণমূল কংগ্রেসও (Trinamool Congress) । তাদের দাবি, সাতমাস আগে রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে ইডি তলব করেছিল । সিবিআই তাঁর বাড়িতে এসে তল্লাশি চালিয়ে কিছু পায়নি । যেই আইনের পথে গিয়ে জিতেন্দ্র তেওয়ারিকে গ্রেফতার করা হল, তখনই 72 ঘণ্টা পেরোতে না পেরোতেই ইডি নোটিশ পাঠাল মলয় ঘটককে । এটা প্রতিহিংসা বলে দাবি তৃণমূল নেতাদের ।