পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাবুলকে হেনস্থার প্রতিবাদে অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ - বাবুলকে হেনস্থার প্রতিবাদে অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

আসানসোল সিটি বাসস্ট্যান্ডের সামনে হটন রোড মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করল BJP ৷ দবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়কে হেনস্থার প্রতিবাদে এই বিক্ষোভ ৷

বাবুলকে হেনস্থার প্রতিবাদে অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

By

Published : Sep 19, 2019, 8:39 PM IST

আসানসোল, 19 সেপ্টেম্বর : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়কে হেনস্থার প্রতিবাদে আসানসোলে অবরোধ করল BJP। আসানসোল সিটি বাসস্ট্যান্ডের সামনে হটন রোড মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখায় তারা ।

যুব মোর্চা নেতা অরিজিৎ রায় এবং আসানসোল মণ্ডলের নেতা প্রশান্ত চক্রবর্তী সহ একাধিক নেতা-কর্মীদের উপস্থিতিতে এই অবরোধ হয় । মিছিল করে এসে হটন রোড মোড়ে অবরোধ করা হয় ।

খবর পেয়ে সেখানে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ । অবরোধকারীদের সরাতে গেলে BJP কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয় । শেষ পর্যন্ত তাদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ । এর জেরে আসানসোল বাজার অঞ্চলে যানজট তৈরি হয় ৷

আজ যাদবপুরের কে পি বসু মেমোরিয়াল হলে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে ABVP ৷ আমন্ত্রণ পেয়ে বিশ্ববিদ্যালয়ে যান বাবুল সুপ্রিয়৷ এরপরই SFI ও অন্য বামপন্থী ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভের মুখে পড়েন তিনি ৷ তাঁকে হেনস্থাও করা হয় ৷ শেষে তাঁকে উদ্ধার করতে বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল ৷ তাঁর গাড়িতেই বেরিয়ে আসেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details