পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Agitation at AMC : অগ্নিমিত্রার নেতৃত্বে আসানসোলে পৌরনিগমে বিজেপির বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি - BJP protests in Asansol Municipal Corporation led by Agnimitra Paul

পানীয় জলের কষ্ট দূর করার দাবিতে আসানসোল পৌরনিগমে বিধায়ক অগ্নিমিত্রা পলের নেতৃত্বে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা (BJP Agitation at AMC) ৷

asansol municipal corporation
আসানসোল পৌরনিগম

By

Published : May 27, 2022, 7:33 PM IST

আসানসোল, 27 মে : বিধায়ক অগ্নিমিত্রা পলের নেতৃত্বে পানীয় জল নিয়ে বিক্ষোভ ঘিরে চরম উত্তেজনা ছড়াল আসানসোল পৌরনিগমে । দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখানোর পর আসানসোল পৌরনিগমে চেয়ারম্যানের কেবিনে ঢোকার সময় পুলিশ এবং অমরনাথ চট্টোপাধ্যায়ের অনুগামীদের বাধার মুখে পড়ে অগ্নিমিত্রা পলের নিরাপত্তারক্ষী ও বিজেপি কর্মীরা (BJP protests in Asansol Municipal Corporation led by Agnimitra Paul)।

পুলিশের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের শুরু হয় ধস্তাধস্তি ৷ তার জেরেই উত্তেজনা ছড়ায় পৌরনিগম চত্ত্বরে । বিষয়টি নিয়ে নিন্দা প্রকাশ করেছেন অগ্নিমিত্রা পল । তিনি জানান, মহিলা বিজেপি কর্মীদের গায়ে হাত তোলা হয়েছে । শুধু তাই নয় এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি । অন্যদিকে বিষয়টি নিয়ে আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, "আমরা এ সমস্ত জিনিসকে গুরুত্ব দিতে চাই না । বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে তাই তারা এসব করে প্রচারে আসতে চাইছে ৷"

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে আসানসোলের বিভিন্ন ওয়ার্ডে তীব্র পানীয় জলের কষ্ট দেখা দিয়েছে । এমনই অভিযোগ করেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল । এই অভিযোগে শুক্রবার তিনি কর্মী-সমর্থকদের নিয়ে পৌঁছে যান আসানসোল পৌরনিগমে । সেখানে জলের পাত্র বাজিয়ে তাঁরা বিক্ষোভ শুরু করেন । কিন্তু মেয়র-সহ চেয়ারম্যান কিংবা ডেপুটি মেয়রের দেখা না পাওয়ায় তাঁরা সেখানে বসেই থাকেন ৷

অগ্নিমিত্রা পলের নেতৃত্বে আসানসোলে পৌরনিগমে বিজেপির বিক্ষোভ

অগ্নিমিত্রা পল দাবি করেন, পৌরকর্তদের আসতেই হবে ৷ তাঁদের হাতে ডেপুটেশন দিয়ে তবেই তিনি কর্মসূচি শেষ করবেন । কিন্তু প্রায় পাঁচ ঘণ্টা পেরিয়ে গেলেও মেয়র, ডেপুটি মেয়র বা চেয়ারম্যানের দেখা পাওয়া যায়নি ৷ অবশেষে পাঁচ ঘণ্টা পর প্রথমে আসেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক । তাঁর চেম্বারে গিয়ে অগ্নিমিত্রা পল স্মারকলিপি জমা দেন । এর মধ্যেই আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় আসেন এবং তিনি তাঁর কেবিনে অগ্নিমিত্রা পলকে ডাকেন ৷ তাঁর কাছে যাওয়ার সময়ই অমরনাথ চট্টোপাধ্যায়ের অনুগামীরা তাঁদের বাধা দেন বলে জানান বিধায়ক ৷

আরও পড়ুন :Agnimitra Paul : পানীয় জলের কষ্ট শুনেই পিএইচই দফতরে অগ্নিমিত্রা

ABOUT THE AUTHOR

...view details