দুর্গাপুর, 3 মার্চ: দুর্গাপুরের রাস্তায় আচমকা দেখা মিলল তৃণমূলের একসময়কার দাপুটে জেলবন্দি নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) । শুক্রবার বিকেলে কোমরে দড়ি পরিয়ে ঘোরান হল কেষ্টকে! শুনে অবাক হচ্ছেন তো ! ভাবছেন তো, যখন ফিসচুলার ব্যাথায় কষ্ট পাচ্ছেন অনুব্রত, তাঁকে দিল্লিতে নিয়ো যাওয়ার তোড়জোড় হচ্ছে তখন জেলের বাইরে তিনি এলেনই বা কী করে, আর তাঁর সঙ্গে এরকম ব্যবহারই বা করল কারা !
আসলে সবটাই মুখোশের কারসাজি ৷ অনুব্রত মণ্ডলের মুখোশ পরে ও কোমরে দড়ি দিয়ে শুক্রবার দুর্গাপুরের ইস্পাত নগরীর বিজোনের বিদ্যাসাগর এভেনিউয়ের রাস্তায় ঘোরেন এলাকার বিজেপি নেতা কাঞ্চন রাউত ৷ আসলে এটি ছিল বিজেপি'র দুর্নীতি বিরোধী বিক্ষোভ কর্মসূচির একটি অংশ ৷ এদিনের এই অভিনব এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘোড়ুই, বিজেপি'র যুব মোর্চার নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় প্রমুখ (Durgapur BJP protest)।
যদিও বিজেপির এই প্রতিবাদ কর্মসূচিকে কটাক্ষ করেছে জেলা তৃণমূল নেতৃত্ব । তবে বীরভূমের একসময়কার দাপুটে জেলবন্দি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে তিহার পাঠানোর দাবিকে সামনে রেখে বিজেপি'র অভিনব এই প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে কৌতূহল ছিল এলাকাবাসীর মধ্যে ৷ লকেট চট্টোপাধ্যায় এদিন জানান, তিয়ারে গেলে অনুব্রত সব বলে দেবে তাই তাঁর তিহার যাত্রাকে যেন তেন প্রকারণে আটকাতে চাইছে তৃণমূল সরকার ৷