বারাবনি, 24 নভেম্বর : আজ পশ্চিম বর্ধমানের বারাবনি বিধানসভা কেন্দ্রে নিজেদের দলীয় কার্যালয় পুনর্দখল করল BJP ৷ কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়, BJP নেতা মুকুল রায়, শঙ্কুদেব পান্ডার নেতৃত্বে দলীয় কার্যালয়টি পুনর্দখল করা হয় ৷ কার্যালয়ের সমানে দলীয় পতাকা তুলে তৃণমূলের উদ্দেশে বাবুলের বার্তা "যত ভাঙবি তত হারবি ৷ "
BJP-র অভিযোগ, 18 নভেম্বর বারাবনির গৌরান্ডি, কাঁটাপাহাড়ি এবং জামগ্রামে তাদের তিনটি দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ৷ 19 নভেম্বর তিনটি কার্যালয়ের দখল নেয় তৃণমূল ৷ এরপর আজ ওই দলীয় কার্যালয়গুলি পুনর্দখল করে BJP ৷