পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বারাবনিতে বাবুল, মুকুলের নেতৃত্বে দলীয় কার্যালয় পুনর্দখল করল BJP - বারাবনিতে BJP-র পার্টি অফিস পুনর্দখল

BJP-র অভিযোগ, 18 নভেম্বর বারাবনির গৌরান্ডি, কাঁটাপাহাড়ি এবং জামগ্রামে তাদের তিনটি দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ৷ 19 নভেম্বর তিনটি কার্যালয়ের দখল নেয় তৃণমূল ৷ এরপর আজ ওই দলীয় কার্যালয়গুলি পুনর্দখল করে BJP ৷

বাবুল

By

Published : Nov 24, 2019, 6:02 PM IST

Updated : Nov 24, 2019, 7:05 PM IST

বারাবনি, 24 নভেম্বর : আজ পশ্চিম বর্ধমানের বারাবনি বিধানসভা কেন্দ্রে নিজেদের দলীয় কার্যালয় পুনর্দখল করল BJP ৷ কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়, BJP নেতা মুকুল রায়, শঙ্কুদেব পান্ডার নেতৃত্বে দলীয় কার্যালয়টি পুনর্দখল করা হয় ৷ কার্যালয়ের সমানে দলীয় পতাকা তুলে তৃণমূলের উদ্দেশে বাবুলের বার্তা "যত ভাঙবি তত হারবি ৷ "

বারাবনিতে BJP-র পার্টি অফিস পুনর্দখল

BJP-র অভিযোগ, 18 নভেম্বর বারাবনির গৌরান্ডি, কাঁটাপাহাড়ি এবং জামগ্রামে তাদের তিনটি দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ৷ 19 নভেম্বর তিনটি কার্যালয়ের দখল নেয় তৃণমূল ৷ এরপর আজ ওই দলীয় কার্যালয়গুলি পুনর্দখল করে BJP ৷

দেখুন ভিডিয়ো...

বাবুল বলেন, "মানুষের কাজ করেই মানুষের কাছে থাকা যায় ৷ ভোট পাওয়া যায় ৷ পার্টি অফিস ভেঙে, BJP-র পতাকা জ্বালিয়ে কি ভোট পাওয়া যায় ৷ ভোট লুট করে যে ভোটে জেতা যায় না, সেটাও লোকসভায় প্রমাণিত হয়ে গেছে ৷ বারাবনির মানুষ আমাদের সঙ্গে আছেন ৷ "

মুকুল বলেন, "যে জায়গায় পার্টি অফিস ভাঙা হয়েছে সেখানে আমাদের ভোট অন্তত এক লাখ বাড়বে ৷ " স্থানীয় তৃণমূল নেতৃত্বকে তাঁর বার্তা, "যত এ সব করবেন, মানুষের বিরুদ্ধে যাবেন, তত মানুষ আপনাদের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য তৈরি হবে ৷ "

Last Updated : Nov 24, 2019, 7:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details