দুর্গাপুর, 14 মে: দুর্গাপুরের দুই প্রবীণ কোরোনা আক্রান্ত নন। দুর্গাপুরের কোরোনা চিকিৎসাকেন্দ্র ও মহাকুমাশাসক একথা জানানোর পর থেকেই শুরু হয় জোর সমালোচনা। এবার প্রশাসনের কাছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানালেন বর্ধমান-দুর্গাপুর লোকসভার BJP সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া।
দীর্ঘদিন গ্রিন জোন থাকা দুর্গাপুরে গত রবিবার আচমকা আতঙ্কিত ছড়ায়। জানা যায়, দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে অন্য শারীরিক সমস্যায় চিকিৎসাধীন দুই প্রবীণ মোহম্মদ আলি হোসেন (75) ও কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় (67) কোরোনা আক্রান্ত। এরপর দ্রুত তাঁদের ওই হাসপাতাল থেকে সরিয়ে কাঁকসার মলানদিঘি কোরোনা চিকিৎসাকেন্দ্রে ভরতি করা হয়। এরপর গত মঙ্গলবার সন্ধ্যায় ওই হাসপাতালের তরফে জানানো হয়, ওই দুই প্রবীণের নতুন করে সোয়াব পরীক্ষায় দেখা গিয়েছে দুজনেই কোরোনা মুক্ত। সেদিনই ফের তাঁদের বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। বুধবার সেই হাসপাতাল থেকে ছুটি পেয়ে CR দাস রোডের বাড়িতে ফেরেন এক প্রবীণ মোহাম্মদ আলি হোসেন। অন্যদিকে নিউটন রোডের বাসিন্দা কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় এখনও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরই মধ্যে দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলেও স্বীকার করেন, দুই প্রবীণের প্রথমবারের সোয়াব পরীক্ষায় ভুল ছিল। এরমধ্যে দুর্গাপুর থানার উদ্যোগে পুষ্পস্তবক দিয়ে কোরোনা মুক্ত মোহম্মদ আলি হোসেনকে অভিনন্দন জানানো হয়। গোটা ঘটনায় একদিকে দুর্গাপুরবাসী স্বস্তির নিঃশ্বাস ফেললেও অন্যদিকে বিতর্ক দানা বাধে। প্রশ্ন ওঠে, এত বড় ভুল হয় কী করে প্যাথলজিক্যাল ল্যাবের? যা নিয়ে সরগরম দুর্গাপুর। এবার এই প্রসঙ্গে সরব হলেন বর্ধমান-দুর্গাপুরের BJP সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবির করলেন।