পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্গাপুরের দুই প্রবীণের রিপোর্ট ভুল! ঘটনার তদন্তের দাবি BJP সাংসদের - তদন্তের দাবি

প্রথমে আক্রান্ত বললেও পরে দুর্গাপুরের দুই প্রবীণ কোরোনা আক্রান্ত নন বলে জানায় শহরের কোরোনা চিকিৎসাকেন্দ্র। এরপরই বিতর্ক দানা বাধে। এবার গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করলেন বর্ধমান-দুর্গাপুরের BJP সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া।

BJP MP demand inquiry on wrong report
দুর্গাপুর

By

Published : May 14, 2020, 11:00 PM IST

দুর্গাপুর, 14 মে: দুর্গাপুরের দুই প্রবীণ কোরোনা আক্রান্ত নন। দুর্গাপুরের কোরোনা চিকিৎসাকেন্দ্র ও মহাকুমাশাসক একথা জানানোর পর থেকেই শুরু হয় জোর সমালোচনা। এবার প্রশাসনের কাছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানালেন বর্ধমান-দুর্গাপুর লোকসভার BJP সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া।

দীর্ঘদিন গ্রিন জোন থাকা দুর্গাপুরে গত রবিবার আচমকা আতঙ্কিত ছড়ায়। জানা যায়, দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে অন্য শারীরিক সমস্যায় চিকিৎসাধীন দুই প্রবীণ মোহম্মদ আলি হোসেন (75) ও কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় (67) কোরোনা আক্রান্ত। এরপর দ্রুত তাঁদের ওই হাসপাতাল থেকে সরিয়ে কাঁকসার মলানদিঘি কোরোনা চিকিৎসাকেন্দ্রে ভরতি করা হয়। এরপর গত মঙ্গলবার সন্ধ্যায় ওই হাসপাতালের তরফে জানানো হয়, ওই দুই প্রবীণের নতুন করে সোয়াব পরীক্ষায় দেখা গিয়েছে দুজনেই কোরোনা মুক্ত। সেদিনই ফের তাঁদের বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। বুধবার সেই হাসপাতাল থেকে ছুটি পেয়ে CR দাস রোডের বাড়িতে ফেরেন এক প্রবীণ মোহাম্মদ আলি হোসেন। অন্যদিকে নিউটন রোডের বাসিন্দা কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় এখনও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরই মধ্যে দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলেও স্বীকার করেন, দুই প্রবীণের প্রথমবারের সোয়াব পরীক্ষায় ভুল ছিল। এরমধ্যে দুর্গাপুর থানার উদ্যোগে পুষ্পস্তবক দিয়ে কোরোনা মুক্ত মোহম্মদ আলি হোসেনকে অভিনন্দন জানানো হয়। গোটা ঘটনায় একদিকে দুর্গাপুরবাসী স্বস্তির নিঃশ্বাস ফেললেও অন্যদিকে বিতর্ক দানা বাধে। প্রশ্ন ওঠে, এত বড় ভুল হয় কী করে প্যাথলজিক্যাল ল্যাবের? যা নিয়ে সরগরম দুর্গাপুর। এবার এই প্রসঙ্গে সরব হলেন বর্ধমান-দুর্গাপুরের BJP সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবির করলেন।

বর্ধমান-দুর্গাপুরের BJP সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া আজ দিল্লি থেকে ETV ভারতকে একটি ভিডিয়ো বার্তা পাঠান।সেখানে তিনি বলেন "WHO বলছে উপসর্গহীন বহু রোগী রয়েছে। তাই কোরোনা রুখতে সঠিক সোয়াব টেস্ট করে রোগী চিহ্নিত করতে হবে। সেখানে দুর্গাপুরের ঘটনায় দেখা গেল, টেস্ট-ই ভুল! এমন ঘটনা মারাত্মক হতে পারে। প্রশ্ন ওঠে, তাহলে কোন টেস্টকে বিশ্বাস করব আমরা?"

সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া আরও বলেন, "ঘটনার তদন্ত দাবি করছি। ICMR এবং স্থানীয় প্রশাসনের কাছে আবেদন, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক।"

ABOUT THE AUTHOR

...view details