আসানসোল, 10 ডিসেম্বর: মারা গেলেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র মা সুমিত্রা বড়াল। বুধবার রাতে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর, জানিয়েছেন বাবুল সুপ্রিয়ের আপ্ত সহায়ক ধর্মেন্দ্র কৌশল।
প্রয়াত বাবুল সুপ্রিয়র মা সুমিত্রা বড়াল - সুমিত্রা বড়াল
কয়েকদিন আগেই সোশাল মিডিয়াতে বাবুল জানান, তাঁর মা অসুস্থ, মায়ের অসুস্থতা নিয়ে খুব উদ্বিগ্ন তিনি। জানা গিয়েছে, কোভিড আক্রান্ত হয়েছিলেন সুমিত্রা দেবী। তবে চিকিৎসা চলাকালীন কোভিড নেগেটিভও হন।
কয়েকদিন আগেই বাবুল সুপ্রিয় সোশাল মিডিয়াতে জানিয়েছিলেন, তাঁর মা অসুস্থ। মায়ের অসুস্থতা নিয়ে খুব উদ্বিগ্ন তিনি। জানা গিয়েছে, কোভিড আক্রান্ত হয়েছিলেন সুমিত্রা দেবী। তবে চিকিৎসা চলাকালীন কোভিড নেগেটিভও হন। যদিও অসুস্থতার কারণে নার্সিংহোমেই ভরতি ছিলেন সুমিত্রা দেবী। এরপর বুধবার রাত সাড়ে 9টা নাগাদ মৃত্যু হয় সুমিত্রা বড়ালের।
বাবুল সুপ্রিয়ের মায়ের মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ দেশের বহু বিজেপি নেতা। উল্লেখ্য, গত লোকসভা ভোটে নমিনেশন থেকে শুরু করে প্রতি ক্ষেত্রে সুমিত্রা দেবী ছেলে বাবুল সুপ্রিয়ের সঙ্গে ছিলেন। জেতার পর শংসাপত্র আনতেও ছেলের সঙ্গে নির্বাচন কমিশনের দফতরে গেছিলেন সুমিত্রা দেবী। আসানসোলের মানুষের কাছেও পরিচিত মুখ হয়ে উঠেছিলেন সুমিত্রা বড়াল। সুমিত্র দেবীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে আসানসোলের বিজেপি নেতা ও কর্মীদের মধ্যে।