পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP MLA Lakshman Ghorui: বাংলায় শান্তি ফেরাতে মহাযজ্ঞের আয়োজন বিজেপি বিধায়কের

BJP MLA Lakshman Ghorui Performs Puja: পঞ্চায়েত নির্বাচনে ঘিরে বারেবারে অশান্ত হয়ে উঠছে বাংলা ৷ তাই রাজ্যবাসীর শান্তি কামনা করে শ্রাবণ মাসের প্রথম সোমবারে যজ্ঞ করলেন বিজেপি বিধায়ক ৷

BJP MLA Lakshman Ghorui
বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই

By

Published : Jul 24, 2023, 10:52 PM IST

বাংলায় শান্তি ফেরাতে মহাযজ্ঞের আয়োজন বিজেপি বিধায়কের

দুর্গাপুর, 24 জুলাই:বাংলায় শান্তি ফেরাতে ও নারী নির্যাতন বন্ধে মহাযজ্ঞের আয়োজন করলেন বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই ৷ শ্রাবণ মাসের প্রথম সোমবারেই আজ মীরাবাঈ রোডের নিজের আবাসনে মহাযজ্ঞের আয়োজন করতে দেখা গেল দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের এই বিজেপি বিধায়ককে । সোমবার সকাল থেকেই সারাদিন ধরে বেশ কয়েকজন পুরোহিতের বৈদিক মন্ত্রচরণের সঙ্গে হল এই মহাযোগ্য।

বহু ধর্মপ্রাণ মানুষ দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়কের আবাসনে এই মহাযোগ্য উপলক্ষে হাজির হয়েছিলেন । গেরুয়া শিবিরের অন্যান্য নেতা কর্মীরাও এ দিন উপস্থিত ছিলেন বিজেপি বিধায়কের আবাসনে। বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই জানান, গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই এই রাজ্যে লাগাতার হিংসার ঘটনা অব্যাহত । বিজেপি, সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে প্রায় 65 জন খুন হয়েছে এবারে নির্বাচনের সময়কালে বলে তাঁর দাবি । এ রাজ্যের নারীরা একেবারেই সুরক্ষিত নন বলে তিনি অভিযোগ তোলেন ।

তাঁর কথায়, "চারিদিকে বোমাবাজি, খুন, সন্ত্রাসের এই পরিবেশ আজ গোটা বাংলা জুড়ে । চারিদিকে আজ গুলির শব্দ । আমরা চাইছি এই রক্তক্ষরণ বন্ধ হোক । বাংলায় ফিরে আসুক শান্তি । তাই আমাদের আজ এই মহাযজ্ঞের আয়োজন করেছি ।" এরপরেই বিজেপি বিধায়ক রাজ্যের শাসকদল তৃণমূলকে একহাত নিয়ে বলেন, "নদিয়া ও মালদার ঘটনা প্রমাণ করেছে এই রাজ্যে নারীরা সুরক্ষিত নয় । পঞ্চায়েত নির্বাচন থেকে এখনও মানুষ খুন হয়ে যাচ্ছে । অথচ পুলিশ একেবারে নির্বিকার । আমরা শান্তির পক্ষে আর তৃণমূল কংগ্রেস অশান্তি হিংসার পক্ষে ।"

আরও পড়ুন:শ্রাবণের সোমবার মহাদেবের পুজোয় বাড়িতেই বানিয়ে নিন প্রসাদের মিষ্টি, রইল তালিকা

প্রসঙ্গত, আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার । বাঙালিদের কাছে এই দিনটি খুবই তাৎপর্যপূর্ণ । শ্রাবণ মাসের সোমবারে দেবাদিদেব মহাদেবের জন্ম হয়েছিল বলে কথিত আছে । ধর্মপ্রাণ মানুষেরা এই বিশ্বাস নিয়ে শ্রাবণের সোমবারগুলিতে মহাদেবের পূজার্চনা করেন ৷ তাই এ দিনেই মহাযজ্ঞ করলেন বিজেপি বিধায়ক ৷

ABOUT THE AUTHOR

...view details