দুর্গাপুর, 3 অক্টোবর: গত মঙ্গলবার থেকে ভারী নিম্নচাপের জেরে গভীর ভাবে ক্ষতিগ্রস্ত দুর্গাপুরের একাধিক অঞ্চল ৷ সেগুলির মধ্যে অন্যতম দুর্গাপুরের কুরুরিয়া ডাঙা 11নং ওয়ার্ড ৷ ওই ওয়ার্ডে পরিদর্শনে গিয়ে গরিবদের পাশে দাঁড়ালেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা (Durgapur West) কেন্দ্রের বিজেপি বিধায়ক (BJP MLA) লক্ষ্মণ ঘড়ুই ৷
মঙ্গলবার থেকে ভারী নিম্নচাপের জেরে রাজ্যের একাধিক জেলার জনজীবন বিপর্যস্ত ৷ সঙ্কটে আসানসোল-দুর্গাপুরের মানুষও ৷ 11 নম্বর ওয়ার্ডে রবিবার এলাকা পরিদর্শনে যান দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই ৷ শতাধিক মানুষের মধ্যে ত্রিপল বিলি করেন তিনি ৷ আগামী দিনে দুঃস্থদের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক ৷