পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Asansol School Closure Update : আসানসোলে রেলের স্কুল বন্ধ নিয়ে রেলমন্ত্রীর কাছে হাজির অগ্নিমিত্রা পল - আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল

রেলের স্কুল আবার খুলবে এমনই আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী। আসানসোলে রেল স্কুলগুলির রেল বোর্ড দ্বারা বন্ধের সিদ্ধান্ত নিয়ে সোমবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বললেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল (BJP Mla Agnimitra Paul Meet Rail Minister Ashwini Vaishnaw) । মন্ত্রী জানিয়েছেন, "স্কুলগুলিকে আবার খুলে দেওয়া হবে।" যদিও রেল স্কুল বন্ধের সিদ্ধান্ত নিলেও এখনও আসানসোলে রেলের কোনও স্কুল বন্ধ হয়নি। তাই বিধায়ক অগ্নিমিত্রার এমন মন্তব্য ও টুইটে বিভ্রান্তি ছড়িয়েছে। তবে আসানসোলবাসী আশা পেয়েছেন রেলমন্ত্রী হয়তো স্কুল বন্ধ করাকে কার্যকরী হতে দেবেন না।

asansol news
আসানসোলে রেল স্কুলগুলির রেল বোর্ড দ্বারা বন্ধের সিদ্ধান্ত

By

Published : May 31, 2022, 10:14 PM IST

আসানসোল, 31 মে : রেলের স্কুল বন্ধ নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বললেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল (BJP Mla Agnimitra Paul Meet Rail Minister Ashwini Vaishnaw) ৷ মিলেছে আশ্বাসও ৷

পূর্ব রেলের অন্তর্গত আসানসোলের ইস্টার্ন রেলওয়ে উচ্চ বিদ্যালয়-সহ আরও বেশ কয়েকটি স্কুলকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রেল বোর্ড। সারা দেশের সঙ্গে সঙ্গে আসানসোলেও রেলের স্কুল বন্ধের সিদ্ধান্ত কার্যকর করতে স্কুলগুলিতে নতুন শিক্ষাক্রমে আর কাউকে ভর্তি না নেওয়া এবং যারা বর্তমানে পড়ছে সেই সমস্ত ছাত্র ছাত্রীদের অন্যান্য স্কুলে নিয়ে যাওয়ার জন্য নোটিশ জারি করা হয়েছিল রেলের পক্ষ থেকে। রেলের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই অভিভাবকরা আন্দোলনে নেমেছেন। আন্দোলনে সামিল হয়েছিল তৃণমূলও।

আরও পড়ুন :বাজল ছুটির ঘণ্টা, ঝাঁপ বন্ধ হচ্ছে শিল্পশহরের প্রথম বাংলা স্কুলের ; মনখারাপ আসানসোলবাসীর

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বললেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল

যদিও আসানসোল রেল ডিভিশনের ডিআরএম প্রেমানন্দ শর্মা জানিয়েছিলেন, "রেলের সিদ্ধান্ত স্কুল বন্ধ হবেই। ছাত্রছাত্রীদের বিভিন্ন স্কুলে ভর্তির জন্য রেল সহায়তা করবে।" এই বিষয়টি নিয়ে এদিন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পল। এ বিষয়ে বিধায়ক ভিডিয়ো বার্তায় বলেন, "রেলের যে স্কুলগুলি বন্ধ হয়ে গিয়েছিল, তা নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। উনি জানিয়েছেন স্কুলগুলি আবার খুলে দেওয়া হবে।" রেল স্কুল বন্ধের সিদ্ধান্ত নিলেও যদিও এখনও কোনও স্কুল বন্ধ হয়নি। রেল সূত্রে জানা গিয়েছে, আগামী তিনবছর ধরে ধীরে ধীরে ছাত্রছাত্রীদের অন্য স্কুলে পাঠিয়ে বন্ধ করা হবে স্কুলগুলি। স্বভাবতই অগ্নিমিত্রার "স্কুল আবার খুলবে" এমন বয়ানে খানিকটা বিভ্রান্তি ছড়িয়েছে আসানসোলে। তবে আশায় রয়েছে আসানসোলবাসী।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details