আসানসোল, 16 জানুয়ারি: আদিবাসীদের বড় উপহার বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের ৷ বিধায়ক তহবিল থেকে রাস্তা তৈরির আশ্বাস দিলেন আদিবাসী গ্রামের বাসিন্দাদের ৷ সোমবার বিকেলে বাঁধনা পরব উপলক্ষে আসানসোলের সালডাঙা গ্রামে গিয়েছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল ৷ গ্রামে ঢোকার সময়ে দেখেন পাকা রাস্তা নেই ৷ তারপরই বিধায়ক তহবিল থেকে রাস্তা তৈরি করে দেওয়ার কথা বলেন ৷ আগামী অর্থবর্ষের মধ্যেই গ্রামবাসীরা পাকা রাস্তা পাবেন বলে তিনি জানান ৷ আদিবাসী বাসিন্দাদের ধামসা মাদল-সহ অন্যান্য সংগীতের যন্ত্র উপহার দেন।
একদিকে বাঙালীদের মকর সংক্রান্তি, অন্যদিকে তখন চলে আদিবাসীদের বাঁধনা পরব। প্রায় তিন চার দিন ধরে এই উৎসবে মেতে ওঠে আদিবাসী মানুষজন। আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পল এদিন সালডাঙ্গা গ্রামে গিয়েছিলেন বাঁধনা পরবে অংশগ্রহণ করতে ৷ কিন্তু গ্রামে গিয়েই বিধায়কের চক্ষু ছানাবড়া। গ্রামে ব্যবহার যোগ্য কোনও রাস্তা নেই। যে কাঁচা মাটির রাস্তা আছে সেটিও ভগ্ন প্রায় ৷ যেখানে সেখানে বড় বড় গর্ত ৷ শীতকালে খানিকটা চলাচলের যোগ্য থাকলেও বর্ষাকালে বৃষ্টি হলেই মৃত্যু ফাঁদে পরিণত হয় রাস্তাটি ৷ কোনও গাড়ি গেলে যেকোনও মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা ৷