পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Agnimitra Paul: কনস্টেবলের বিরুদ্ধে কনুইয়ের খোঁচা দেওয়ার অভিযোগ তুলে অগ্নিশর্মা অগ্নিমিত্রা

মঙ্গলবার পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ বিডিও অফিসে মনোনয়ন জমা দেন বিজেপি প্রার্থীরা ৷ তাঁদের সঙ্গে ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷ সেখানে এক পুলিশ কনস্টেবল তাঁকে কনুয়ের খোঁচা দেন বলে অভিযোগ বিজেপি বিধায়কের ৷

Agnimitra Paul
Agnimitra Paul

By

Published : Jun 13, 2023, 3:44 PM IST

কনস্টেবলের বিরুদ্ধে কনুয়ের খোঁচা দেওয়ার অভিযোগ তুলে অগ্নিশর্মা অগ্নিমিত্রা

রানিগঞ্জ, (পশ্চিম বর্ধমান), 13 জুন: মনোনয়ন কেন্দ্রে ঢুকতে গিয়ে হঠাৎই অগ্নিশর্মা অগ্নিমিত্র পাল । এক পুলিশ কর্মীর দিকে উত্তেজিত হয়ে আঙুল তুলে ধমক দিতে দেখা গেল তাঁকে । অভিযোগ, ওই পুলিশ কর্মী কনুই দিয়ে ধাক্কা দিয়েছেন বিজেপি বিধায়ককে । পুলিশ কর্মীকে নিজের ‘লিমিট’-এর মধ্যে থাকতেও বলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক বিজেপির অগ্নিমিত্রা পাল ।

মঙ্গলবার পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ ব্লক অফিসে বিজেপি প্রার্থীদের মনোনয়ন ছিল । বিরাট মিছিল করে রানিগঞ্জ ব্লক অফিসে পৌঁছান অগ্নিমিত্রা পাল । 144 ধারা ভেঙে ব্লক অফিসের মধ্যে চত্বরে বহু বিজেপি কর্মী ও সমর্থক দলীয় পতাকা নিয়ে হাজির হয়ে যান । তা নিয়ে বিতর্ক ছড়িয়েছে ।

অগ্নিমিত্রা পাল নিজে দাঁড়িয়ে থেকে প্রত্যেক প্রার্থী ও তাঁদের প্রস্তাবককে মনোনয়ন কেন্দ্রে ঢুকতে সহায়তা করেন । এর কিছুক্ষণ পর অগ্নিমিত্রা পাল নিজেও মনোনয়ন কেন্দ্রে ঢোকেন । তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীদের বলেন, "আমি বিধায়ক ৷ আমার মনোনয়ন কেন্দ্রে ঢোকার অধিকার রয়েছে ।"

অগ্নিমিত্রা পাল যখন মনোনয়ন কেন্দ্রে ঢুকছেন, তখন গেটে ঢোকার মুখে কয়েকজন পুলিশ কর্মী দাঁড়িয়েছিলেন । তারই মধ্যে একজন কনস্টেবল ছিলেন শুভ্র পাল । হঠাৎই দেখা যায় অগ্নিমিত্রা পাল অগ্নিশর্মা হয়ে শুভ্র পালের দিকে আঙুল তুলে কিছু বলছেন । শোনা যায় তিনি ওই কনস্টেবলকে বলছেন, "আপনি একজন পুরুষ হয়ে আমাকে কনুই দিয়ে ধাক্কা দিচ্ছেন কেন ? নিজের সীমা অতিক্রম করবেন না ।"

পুলিশ কর্মীকে অগ্নিমিত্রার ধমক দেখে এই রানিগঞ্জ বিডিও অফিস জুড়ে সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয় । যদিও ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে অগ্নিমিত্রা পাল এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করেননি । কিন্তু বেশ জোরে ধমক দিয়েই তিনি বুঝিয়েছেন মহিলা বিধায়কের থেকে পুরুষ পুলিশ কর্মীর একটু দূরে থাকা উচিত ছিল । ওই পুলিশকর্মী বা পুলিশ মহল থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি ৷

আরও পড়ুন:নওশাদের নেতৃত্বে মনোনয়ন জমা দেওয়া ঘিরে রণক্ষেত্র ভাঙড়, গুলিবিদ্ধ আইএসএফ প্রার্থী

ABOUT THE AUTHOR

...view details