পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dengue Drive: ডেঙ্গি মোকাবিলায় উদ্যোগ, ভোররাতে ঘুমন্ত ফুটপাথবাসীদের মশারি দিয়ে ঢেকে দিলেন বিজেপি কর্মীরা - ডেঙ্গি মোকাবিলায় উদ্যোগ

Dengue in Asansol: আসানসোলে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমে বাড়ছে ৷ ডেঙ্গি মোকাবিলায় ভোররাতে ঘুমন্ত ফুটপাথবাসীদের মশারি দিয়ে এলেন বিজেপি নেতাকর্মীরা ৷

Dengue Drive
ডেঙ্গি মোকাবিলায় উদ্যোগ

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 4:11 PM IST

Updated : Sep 28, 2023, 8:21 PM IST

ভোররাতে ঘুমন্ত ফুটপাথবাসীদের মশারি দিয়ে ঢেকে দিলেন বিজেপি কর্মীরা

আসানসোল, 28 সেপ্টেম্বর: লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা । আসানসোল পৌরনিগম এলাকার 13টি ওয়ার্ড যেন ক্রমেই হাতছাড়া পরিস্থিতি । ঘুম ছুটেছে প্রশাসনের । চলছে নানা ভাবে ডেঙ্গিকে প্রতিরোধ করার চেষ্টা । এই পরিস্থিতিতে বিজেপির পক্ষ থেকে ফুটপাথবাসীদের জন্য মশারির ব্যবস্থা করা হল । বৃহস্পতিবার ভোররাতে যখন সবাই ঘুমে অচেতন, তখন বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের পক্ষ থেকে ফুটপাথবাসীদের ঢেকে দেওয়া হল মশারি দিয়ে ।

কারওকে আগাম কিছু না জানিয়ে বৃহস্পতিবার ভোররাতে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এবং তাঁর অনুগামীরা আসানসোলের রাস্তায় বেরিয়ে পড়েন । উদ্দেশ্য ছিল, যাঁরা ফুটপাথের ধারে ঘুমোচ্ছেন, তাঁদের মশারি দিয়ে ঢেকে দেওয়া । অনেকেই ঘুমের ঘোরে বুঝতে পারেননি । অনেকেই আবার অবাক হয়ে তাকিয়ে ছিলেন । শীতকালে কম্বল দেওয়ার প্রচলন রয়েছে ফুটপাথবাসীদের । কিন্তু এ ভাবে তাঁদের মশারি দেওয়ায় অবাক হয়ে যান ফুটপাথবাসীরা ৷

কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় জানিয়েছেন, "আমি কারওকে জানাতে চাইনি বিষয়টি । চুপি চুপি এই কাজটি করতে চেয়েছিলাম । কিন্তু সংবাদ মাধ্যমের কিছু বন্ধু জেনে চলে এসেছেন ।"

আরও পড়ুন:কলকাতায় ডেঙ্গি আক্রান্তদের জন্য দুই হাসপাতালে সংরক্ষিত হচ্ছে 300 শয্যা

তিনি জানান, "ভয়াবহ পরিস্থিতি ডেঙ্গির । সরকার কিছু করতে পারছে না । প্রশাসনের কোনও হেলদোল নেই । কিন্তু এই গরিব ফুটপাথে থাকা মানুষগুলোর কথা কে ভাববে ? আমরা তাই স্থির থাকতে পারিনি । নিজেদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি এঁদেরকে মশারি দিয়ে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি ।"

অন্যদিকে বিজেপি নেতার এই উদ্যোগকে কটাক্ষ করেছেন আসানসোলের তৃণমূল নেতা শিবদাসন দাশু । তিনি জানান, "ইতিমধ্যেই জেলাশাসক পৌরনিগমের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন । কাউন্সিলরদের কাকে কী কাজ করতে হবে তা নির্দেশ দেওয়া হয়েছে । ডেঙ্গি প্রতিরোধ করতে সবাই মাঠে নেমে পড়েছেন । অনেকটাই নিয়ন্ত্রিত এখন ডেঙ্গি। কিন্তু তার মাঝে বিজেপি নেতারা হাইলাইট হতে এই ধরনের কাজ করছেন । অথচ যেখানে তৃণমূল কাউন্সিলররা ডেঙ্গি রুখতে মাঠে নেমেছেন, সেখানে বিরোধী কাউন্সিলরদের কারও সহযোগিতা পাওয়া যাচ্ছে না । নিজের নিজের ওয়ার্ডটুকুকে বাঁচিয়ে রাখতে মানুষজনকে সচেতন করার কাজ করলেই ডেঙ্গি রোখা যায় । তার জন্য মশারি প্রদান করতে হয় না ।"

Last Updated : Sep 28, 2023, 8:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details