দুর্গাপুর, 28 মে : দলীয় কর্মীকে দেখতে গিয়ে দুর্গাপুরের ফরিদপুরে আক্রান্ত হলেন BJP নেতা-কর্মীরা । অভিযোগ, পুলিশের নেতৃত্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায় । মাথায় চোট লাগে BJP-র শিক্ষক সেলের জেলা সভাপতি বিকাশ বিশ্বাসের । জখম হন বেশ কয়েকজন কর্মী -মর্থক।
অভিযোগ, মঙ্গলবার দুর্গাপুরের ফরিদপুরের পানশিউলি গ্রামের BJP কর্মী সরোজ বাউরিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা । শুধু তাই নয় মাধাইপুর কোলিয়ারি এলাকায় এক BJP কর্মীর দাদার দোকানে ভাঙচুর চালায় । তাঁকে প্রাণনাশের হুমকি দেয় । আজ সরোজ বাউরির বাড়িতে দেখা করতে যান জেলা BJP সভাপতি লক্ষ্মণ ঘড়ুই সহ BJP-র কর্মী সমর্থকরা । অভিযোগ, গ্রামে ঢোকার আগে পুলিশ তাঁদের গাড়ি আটকায়। কিছুক্ষণ পর পুলিশের সামনেই দুটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । লাঠি ,রড ,বাঁশ দিয়ে BJP নেতাদের উপর চড়াও হয় তারা। ঘটনায় BJP-র শিক্ষক সেলের জেলা সভাপতি বিকাশ বিশ্বাসের মাথায় চোট লাগে। জখম হন বেশ কয়েকজন BJP কর্মী। তাঁদের তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।