পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্গাপুরের BJP নেতা-কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - tmc bjp clash in durgapur

দলীয় কর্মীকে দেখতে পানশিউলি যাচ্ছিলেন BJP নেতারা । অভিযোগ, তখনই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের উপর চড়াও হয় । ঘটনায় BJP-র শিক্ষক সেলের জেলা সভাপতি বিকাশ বিশ্বাসের মাথায় চোট লাগে ।

ছবি
ছবি

By

Published : May 28, 2020, 7:56 PM IST

দুর্গাপুর, 28 মে : দলীয় কর্মীকে দেখতে গিয়ে দুর্গাপুরের ফরিদপুরে আক্রান্ত হলেন BJP নেতা-কর্মীরা । অভিযোগ, পুলিশের নেতৃত্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায় । মাথায় চোট লাগে BJP-র শিক্ষক সেলের জেলা সভাপতি বিকাশ বিশ্বাসের । জখম হন বেশ কয়েকজন কর্মী -মর্থক।

অভিযোগ, মঙ্গলবার দুর্গাপুরের ফরিদপুরের পানশিউলি গ্রামের BJP কর্মী সরোজ বাউরিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা । শুধু তাই নয় মাধাইপুর কোলিয়ারি এলাকায় এক BJP কর্মীর দাদার দোকানে ভাঙচুর চালায় । তাঁকে প্রাণনাশের হুমকি দেয় । আজ সরোজ বাউরির বাড়িতে দেখা করতে যান জেলা BJP সভাপতি লক্ষ্মণ ঘড়ুই সহ BJP-র কর্মী সমর্থকরা । অভিযোগ, গ্রামে ঢোকার আগে পুলিশ তাঁদের গাড়ি আটকায়। কিছুক্ষণ পর পুলিশের সামনেই দুটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । লাঠি ,রড ,বাঁশ দিয়ে BJP নেতাদের উপর চড়াও হয় তারা। ঘটনায় BJP-র শিক্ষক সেলের জেলা সভাপতি বিকাশ বিশ্বাসের মাথায় চোট লাগে। জখম হন বেশ কয়েকজন BJP কর্মী। তাঁদের তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এবিষয়ে লক্ষ্মণ ঘড়ুই অভিযোগ করে বলেন ,"তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশের সামনেই আমাদের উপর আক্রমণ করা হয়। আমরা দলীয় কর্মীর বাড়ি যাচ্ছিলাম, তাঁর সঙ্গে দেখা করতে। কিন্তু পুলিশ আমাদের বাধা দেয়।" BJP কর্মীদের অভিযোগ, তৃণমূলের লোকজনের বদলে উলটে তাদেরই এক সহকর্মী ভোলা সাউকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

যদিও তৃণমূল কংগ্রেসের পালটা দাবি, দুর্নীতির রাজনীতি করতে গিয়ে সাধারণ মানুষের দ্বারা আক্রান্ত BJP নেতারা। এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই বলে, জানিয়েছেন লাউদোহা ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত মুখোপাধ্যায় ।

দুর্গাপুর ফরিদপুর থানা এলাকায় এখনও উত্তেজনা রয়েছে । পানশিউলি সহ আশপাশের গ্রামগুলিতে পুলিশি টহল চলছে । নামানো হয়েছে কমব্যাট ফোর্স ।

ABOUT THE AUTHOR

...view details