আসানসোল উৎসবে বিশৃঙ্খলার ঘটনায় উত্তর থানা ঘেরাও করে বিক্ষোভ বিজোপির আসানসোল, 5 ডিসেম্বর: 'আসানসোল উৎসবে' ফসিলসের অনুষ্ঠানে বিশৃঙ্খলার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ৷ এক শিশু-সহ কমবেশি 5 জন দর্শক পদপিষ্টের ঘটনায় আহত হয়েছিলেন ৷ আর এমন দাবি স্থানীয় বিজেপি নেতা কর্মীদের ৷ এই ঘটনার পরই আসানসোল উত্তর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপির নেতাকর্মীরা । সোমবার সন্ধ্যায় মিছিল করে আসানসোল উত্তর থানায় যায় বিজেপির নেতাকর্মীরা। নেতৃত্বে ছিলেন বিজেপির আসানসোল জেলার সাংগঠনিক সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় ।
দীর্ঘক্ষণ ধরে আসানসোল উত্তর থানার সামনে অবস্থান বিক্ষোভ করে এবং উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয় । বিজেপির আসানসোল জেলার সাংগঠনিক সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, "যে ছোট্ট পরিসরে অনুষ্ঠান করা হচ্ছিল তাতে 2 হাজার লোকের জায়গা ছিল। কিন্তু টাকার লোভে আসানসোল উৎসব কমিটি সেখানে 6 হাজার লোক ঢুকিয়ে দিয়েছে । শুধু তাই নয় মন্ত্রীর উপস্থিতিতে কেন এই ধরনের ঘটনা ঘটল তার তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে।"
অন্যদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেত্রী তথা কাউন্সিলর চৈতালি তেওয়ারি। তিনি জানিয়েছেন "গরীব লোকেদের কম্বল দেওয়ার সময় দুর্ঘটনা ঘটলে পুলিশ নিজের থেকে মামলা করে আমার স্বামীকে গ্রেফতার করেছে। আমার ছেলেদের গ্রেফতার করেছে । আমার বিরুদ্ধে মামলা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে পুলিশ চুপচাপ বসে আছে কেন ? পুলিশকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে না হলে আগামিদিনে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।"
প্রসঙ্গত, রবিবার রাতে 'আসানসোল উৎসব' ঘিরে ব্যপক উত্তেজনা সৃষ্টি হয় ৷ জনপ্রিয় বাংলা ব্র্যান্ড ফসিলসের গান শোনার জন্য ভিড় জমান আসানসোল বাসী ৷ অনুষ্ঠানের কোনও প্রবেশ মূল্য না থাকলেও, আসানসোল উৎসব উপলক্ষে আয়োজিত মেলার প্রবেশ মূল্য ছিল 5 টাকা মাত্র ৷ এই টিকিতেই ফসিলসের গান শোনার ব্যবস্থা করা হয়েছিল ৷ তাতেই বিশৃঙলা ও পদপিষ্টের ঘটনা ঘটে ৷
আরও পড়ুন:
- আসানসোল উৎসবে ফসিলসের অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলা, পদপিষ্ট 5 !
- লক্ষাধিক প্রদীপের আলোয় দুর্গাপুরে অকাল দীপাবলি, মঞ্চ মাতালেন জিৎ-ঋতুপর্ণা
- 'মিগজাউম' ক্রমশ শক্তি হচ্ছে! ঘূর্ণিঝড়ের তাণ্ডবে চেন্নাইয়ে মৃত 5