পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Asansol BJP: প্রয়াত আসানসোলের বিজেপি নেত্রী সুধা দেবী - প্রয়াত আসানসোলের বিজেপি নেত্রী সুধা দেবী

বাড়ির মধ্যেই অসুস্থ হয়ে পড়েছিলেন ৷ তারপর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হল আসানসোলের বিজেপি নেত্রী সুধা দেবীর ৷

Etv Bharat
প্রয়াত বিজেপি নেত্রী সুধা দেবী

By

Published : Jul 19, 2023, 11:41 AM IST

আসানসোল, 19 জুলাই: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল আসানসোলের বিজেপি নেত্রী সুধা দেবীর (53)। মঙ্গলবার রাতে হঠাৎ বাড়ির মধ্যেই অসুস্থ হয়ে পড়েন সুধা দেবী । হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় তাঁর। সুধা দেবীর অকাল প্রয়াণে আসানসোলের বিজেপি শিবির শোকস্তব্ধ। আজ তাঁর ময়নাতদন্ত করা হবে ।

2011 সালে রাজ্যে পরিবর্তনের পরেই আসানসোলের কোর্ট মোড়ে প্রকাশ্যে খুন হয়েছিলেন সুধা দেবীর স্বামী তথা বিশিষ্ট ব্যবসায়ী রাম লক্ষণ যাদব । সেই ঘটনা তোলপাড় ফেলেছিল রাজ্যে । সুধা দেবী পরবর্তীকালে দাবি করেছিলেন তাঁর স্বামীর খুনের ঘটনার সঠিক তদন্ত হয়নি । পাশাপাশি তিনি সিবিআই তদন্ত চেয়েছিলেন । যদিও শেষ পর্যন্ত সিবিআই তদন্ত হয়নি । পুরোপুরি কিনারা হয়নি রাম লক্ষণ যাদবের খুনের ঘটনার । সেই আক্ষেপ নিয়েই চলে গেলেন সুধা ।

অন্যদিকে স্বামীর ব্যবসা সামলানোর পাশাপাশি রাজনীতিতে যোগ দিয়েছিলেন সুধা দেবী । যদিও বারবার সোশ্যাল মিডিয়ায় রাজনীতিতে তাঁর হতাশার কথাই ফুটে উঠেছিল । বিজেপি শিবিরে প্রথমদিকে মনের মতো কোনও পদ না পাওয়ায় সুধা দেবী রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন । কিন্তু তৃণমূলেও বেশিদিন থাকতে পারেননি তিনি । পুনরায় তিনি বিজেপিতে ফিরে যান । হীরাপুর অঞ্চলের মহিলা সংগঠনের দায়িত্বে ছিলেন সুধা দেবী । পাশাপাশি দলীয় সব কাজে তাঁকে সক্রিয় ভূমিকায় দেখা যেত । ইদানীং ব্যবসার জন্য খানিকটা সময় কম দিচ্ছিলেন দলকে । যদিও সোশ্যাল মিডিয়ায় তিনি প্রতিদিনই সক্রিয় থাকতেন ।

আসানসোলের কোর্ট মোড়ে সুধা দেবীর একটি হোটেল রয়েছে ৷ এছাড়াও ইসকো বাইপাসে তাঁর পানশালা ও রেস্টুরেন্টও রয়েছে । আরও অনেক ব্যবসা রয়েছে বলে সূত্রের খবর । মঙ্গলবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়েন সুধা দেবী । তাঁকে তড়িঘড়ি স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় । কিন্তু সেখানে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই তাঁর মৃত্যু হয়েছে বলে ডাক্তাররা জানান । হৃদরোগে আক্রান্ত হয়ে সুধা দেবীর মৃত্যু হয়েছে বলে ডাক্তারদের প্রাথমিক অনুমান । যদিও মৃত্যুর আসল কারণ জানতে তাঁর পোস্টমর্টেম করা হবে । সুধা দেবীর মৃত্যুর খবর পেয়ে আসানসোল জেলা হাসপাতালে পৌঁছয় বিজেপির নেতৃত্ব, সুধা দেবীর কাছের মানুষজন ।

আরও পড়ুন : 10 মিনিটে অবলীলায় বলছে 98 শহরের নাম, রেকর্ড 2 বছরের অভিমন্যুর

ABOUT THE AUTHOR

...view details