আসানসোল, 31 জানুয়ারি: আসানসোল পৌরনিগমে দুই ইঞ্জিনিয়ার নিয়োগ হয়েছেন সোমবার । আর তা নিয়ে বড়সড় অভিযোগ তুললেন আসানসোল পৌরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি (BJP Leader Jitendra Tiwari) । তিনি দাবি করেছেন, ওই দুই ইঞ্জিনিয়ারকে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি বা কেএমডিএ (KMDA) থেকে আনা হয়েছে ও তাঁদের নিয়ন্ত্রণও থাকবে কেএমডিএ-এর হাতে । এর ফলে আসানসোল পৌরনিগমকে চালিত করবে কার্যত কেএমডিএ । আসানসোল পৌরনিগমের সায়ত্তশাসন এর ফলে খর্ব হবে ।
সোমবার আসানসোল পৌরনিগমে সুপারিন্টেন্ডেন্ট ও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসাবে কমল মণ্ডল ও রবীন্দ্রনাথ ভট্টাচার্য যোগদান করেছেন । দীর্ঘদিন ধরে সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার পদটি ফাঁকা পড়ে ছিল । আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় বলেন, "আমিই কলকাতায় চেয়েছিলাম । সেই মতো এই ইঞ্জিনিয়াররা যোগ দিয়েছেন ।" জানা গিয়েছে, এই দুই ইঞ্জিনিয়ার আগে কেএমডিএ-তে বিভিন্ন সেক্টরে কর্মরত ছিলেন । তাদের বদলি করে আসানসোল নিয়ে আসা হয়েছে ।
পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) পৌর ও নগরোন্নয়ন দফতর নির্দেশিকা জারি করে জানিয়েছে, কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটিতে কর্মরত দুই ইঞ্জিনিয়ার কমল মণ্ডল ও রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সুপারিন্টেন্ডেন্ট ও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসাবে আসানসোল পৌরনিগমে নিয়োগ করা হচ্ছে । এই নির্দেশিকায় আরও বলা হয়েছে, এই দুই ইঞ্জিনিয়ারের সার্ভিস রেকর্ড রক্ষণাবেক্ষণ করবে কেএমডিএ ।