আসানসোল, 26 জুলাই: একদা ছিল সাপে-নেউলে সম্পর্ক । তৃণমূলে থাকাকালীন সেই সম্পর্ক বারবার অবনতি হয়েছে । কিন্তু সেই জিতেন্দ্র তেওয়ারির মুখে এখন মলয় ঘটক সম্পর্কে কোনও কুন্তব্য নেই । বরং কোথাও নাম করছেন, কোথাও আবার ‘উনি আমার বড় দাদা’ বলে এড়িয়ে যাচ্ছেন । বুধবার কম্বল কাণ্ডে আসানসোল আদালতে হাজিরা দিতে এসেছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি । সেখানে তাঁকে মলয় ঘটকের ইডি হাজিরা এড়ানো নিয়ে প্রশ্ন করা হলে তিনি জবাব দেন, "উনি আমার বড় দাদার মতো । এই বিষয়ে আমি বিশেষ কিছু বলব না ।"
আদালতের নির্দেশে আসানসোল পৌরনিগম এলাকায় থাকতে পারছেন না জিতেন্দ্র তেওয়ারি । শুধু মামলার শুনানির দিন তাঁকে আদালতে হাজিরা দিতে আসতে হয় । বুধবার আসানসোল আদালতে মামলায় হাজিরা দিতে আসেন জিতেন্দ্র তেওয়ারি । তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "তৃণমূলের দয়ায় একটি মামলা হয়েছিল । সেই মামলার আজকে হাজিরা আছে । আর সেই কারণেই আমার আসানসোল আসা । তৃণমূলের দয়ায় তৃণমূলের নেতা-নেত্রীদের দয়ায় আমি আসানসোলে থাকতে পারছি না । আর আমি আসানসোলে থাকার জন্য যখনই হাইকোর্টে আবেদন করছি, তখনই তৃণমূল জানাচ্ছে আমি আসানসোল এলেই নাকি আইন শৃঙ্খলার অবনতি ঘটবে । আজকে তো আসানসোলে এলাম কোনও আইন-শৃঙ্খলার অবনতি ঘটল ?’’
আরও পড়ুন:বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির শর্তসাপেক্ষে জামিন হাইকোর্টের
জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ, ‘‘আসানসোলের মাফিয়ারা ঘুরে বেড়ালে তখন আইনশৃঙ্খলার অবনতি হয় না । কারণ ওরা তৃণমূলের বন্ধু । ওদেরকে নিয়ে পঞ্চায়েত ভোট করা হয়েছে । ওদেরকে নিয়ে লোকসভা ভোটের পরিকল্পনা হচ্ছে । আর আসানসোলের প্রাক্তন মেয়র, প্রাক্তন বিধায়ক আসানসোলে এলেই আইনশৃঙ্খলার অবনতি হবে ? আর কী বলার আছে ?"