পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লড়াই চলবে, তৃণমূল থামাতে পারবে না : অরিজিৎ - asansol police

সরকারি কাজে বাধা দেওয়া, পথ অবরোধ করে সাধারণ মানুষকে হেনস্থা, সরকারের বিরুদ্ধাচরণ, অশান্তি ছড়ানোসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয় অরিজিতের বিরুদ্ধে । বিচারক তাঁকে ছয় দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন ।

কোর্ট থেকে বেরিয়ে অরিজিৎ

By

Published : Jul 24, 2019, 6:38 AM IST

আসানসোল, 24 জুলাই : “এই লড়াই চলবে ৷ আসানসোলের তৃণমূল নেতারা আমাকে থামাতে পারবে না ৷” গতকাল কোর্ট থেকে বেরিয়ে পুলিশের গাড়িতে ওঠার সময় বললেন BJP যুব মোর্চার জেলা সভাপতি অরিজিৎ রায় । সোমবার রাতে রানিগঞ্জের মঙ্গলপুর এলাকায় বাস থেকে নামিয়ে অরিজিৎকে আটক করে পুলিশ । এরপর তাঁকে গ্রেপ্তার করা হয় ৷ গতকাল তাঁকে আসানসোল মহকুমা আদালতে তোলা হলে বিচারক ছয় দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন ।

কোর্ট চত্বরে মোতায়েন পুলিশ

গত পাঁচ জুলাই আসানসোল পৌরনিগম ঘেরাও অভিযান ছিল BJP যুব মোর্চার । নেতৃত্বে ছিলেন যুব মোর্চার জেলা সভাপতি অরিজিৎ রায়সহ BJP-র জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই । যুব মোর্চার নেতা-কর্মীরা মিছিল করে এগিয়ে আসছিল পৌরনিগমের দিকে । পৌরনিগম থেকে প্রায় 300 মিটার দূরে পুলিশ ব্যারিকেড করে মিছিল থামানোর চেষ্টা করে । ব্যারিকেড ভেঙে দেয় যুব মোর্চা কর্মীরা । এরপর পুলিশ এলোপাথাড়ি লাঠিচার্জ করতে শুরু করে । পালটা ইট-পাটকেল ছোড়ে BJP যুব মোর্চার কর্মীরাও । শেষে কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে ও লাঠিচার্জে অসুস্থ হয়ে পড়েন অরিজিৎসহ কয়েকজন নেতা-কর্মী । পুলিশেরও কয়েকজন জখম হয় । এই ঘটনায় পুলিশ ১০ জন BJP কর্মীকে গ্রেপ্তার করে । অরিজিৎ রায়কে পুলিশ খুঁজছিল সেই থেকে । সোমবার রাতে কলকাতা থেকে বেসরকারি বাসে ফিরছিলেন অরিজিৎ । পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মাঝরাস্তায় রানিগঞ্জের কাছে বাস আটকায় ৷ আটক করা হয় অরিজিৎকে ৷ তারপর তাঁকে গ্রেপ্তার করা হয় । গতকাল আসানসোল আদালতে তোলা হয় অরিজিৎকে ৷

অরিজিৎকে পুলিশি হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে

সরকারি কাজে বাধা দেওয়া, পথ অবরোধ করে সাধারণ মানুষকে হেনস্থা, সরকারের বিরুদ্ধাচরণ, অশান্তি ছড়ানোসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয় অরিজিতের বিরুদ্ধে । বিচারক তাঁকে ছয় দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন ।

কোর্ট থেকে পুলিশের গাড়িতে ওঠার সময় অরিজিৎ বলেন, “এ লড়াই চলবেই । তৃণমূলের নেতারা যতই চেষ্টা করুক না কেন, আমাকে থামানো যাবে না ।" অরিজিৎকে দেখতে কোর্টে BJP সমর্থকরা ভিড় করেছিল ৷ ভিড় সামলাতে প্রচুর পুলিশও মোতায়েন করা হয়েছিল ৷

ABOUT THE AUTHOR

...view details