দুর্গাপুর, 21 অগাস্ট : ফের BJP-র গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে ৷ এবার কাঁকসার থানার অন্তর্গত পানাগড় গ্রামে ৷ পূর্ব বর্ধমানের BJP-র জেলা সম্পাদক রমন শর্মা গোষ্ঠী বনাম পানাগড় BJP-র মণ্ডল সহসভাপতি মানস তিওয়ারি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে ৷ জখম 6 জন ৷
আজ বিকেলে পানাগড় গ্রামে রমন শর্মার নেতৃত্বে একটি সভার আয়োজন করা হয় ৷ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী BJP-তে যোগদান করবে বলে প্রচার চালানো হয় ৷ সভায় উপস্থিত ছিলেন BJP-র রাজ্য সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরি । তাঁর সামনেই দু'পক্ষের মধ্য বচসা বাধে ৷ মারামারি শুরু হয় ৷ ঘটনাস্থানে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ । ঘটনায় জখম হয় মানস তিওয়ারি গোষ্ঠীর 6 জন ৷ তারা পানাগড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন ৷
মানসবাবুর অভিযোগ, "আমাদের দলের সিস্টেম আছে ৷ সিস্টেম মেনে জেলা ও মণ্ডল স্তরে আলোচনা করে যোগদান করাতে হয় ৷ কিন্তু আমাদের অন্ধকারে রেখে কয়েকজন জেলার নেতা যারা নিজেরা অপকর্মের সঙ্গে যুক্ত, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে তৃণমূলের লোকেদের নিয়ে সভা করে ৷ এরকম চলতে থাকলে আমরা উচ্চতর জায়গায় অভিযোগ জানাবো ৷ "