দুর্গাপুর, 19 সেপ্টেম্বর:দুর্গাপুরের সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত সমস্ত কিছু । রাজ্য দমকল দফতর, দুর্গাপুর ইস্পাত কারখানার দমকল বিভাগ, অণ্ডাল কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের দমকল বিভাগ-সহ বিভিন্ন জায়গা থেকে 11টি গাড়ি আসে মঙ্গলবার ৷ সঙ্গে আসেন প্রায় শতাধিক দমকল কর্মী এবং সিআইএসএফ বাহিনী ৷ তাঁদের প্রায় আট ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন ।
দমকল বিভাগের ডিভিশনাল ফায়ার অফিসার পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার শুভ্রাংশু মজুমদার চাঞ্চল্যকর অভিযোগ তোলেন ৷ তিনি বলেন,"আড্ডার কার্যালয়ে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণ করার জন্য কোনও ফায়ার এক্সটিনগুইজার চোখে পড়েনি । আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়ে কোনও জলের জোগান ছিল না ৷ এর ফলে আগুন নিয়ন্ত্রণ করতে আমাদের সকলকে বেগ পেতে হল ।" আর দমকল দফতরের উচ্চপদস্থ আধিকারিকের সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতির পরই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা ।
এ দিন বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই ঘটনাস্থলে এসে এই অগ্নিকাণ্ডের জন্য সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন ৷ তিনি বলেন,"পুলিশকে ভরসা নেই । আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদে অগ্নিকাণ্ডের ঘটনায় সিবিআই তদন্ত করতে হবে ।" তাঁর কথায়, রাজ্য সরকারের পর্যাপ্ত অগ্নি নির্বাপনের পরিকাঠামো না থাকায় এত বড় ঘটনা ঘটল । গোটা রাজ্য জুড়ে যখন আগুন জ্বলছে মুখ্যমন্ত্রী স্পেনে গিয়েছেন শিল্প আনতে । মুখ্যমন্ত্রী ডেঙ্গির ভয়ে স্পেন চলে গিয়েছেন। 6 ঘণ্টা পরেও কেন নিয়ন্ত্রণে এল না আগুন? কেন পর্যাপ্ত জল নেই আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভবনে? বহু গুরুত্বপূর্ণ নথি জ্বলে গেল । এর পিছনে ষড়যন্ত্র থাকতে পারে বলেও দাবি করেন এই বিজেপি বিধায়ক ।