আসানসোল, 9 এপ্রিল : গভীর রাতে জিজ্ঞাসাবাদ করার নামে বিজেপির হয়ে প্রচারে আসা পথনাটিকা শিল্পীদের ঘুম থেকে তুলে হেনস্থা করার অভিযোগ উঠল আসানসোল দক্ষিণ থানার পুলিশের বিরুদ্ধে (Artist Harassment In Asansol)। ঘটনার খবর পেয়ে আসানসোল রেল স্টেশন সংলগ্ন রেলের গেস্ট হাউসে পৌঁছন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, বিজেপির রাজ্য কমিটির নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, বিজেপি যুবমোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায়-সহ অন্যান্য নেতৃত্বরা। পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন তারা। কেন বারবার নাট্যকর্মীদের হেনস্থা করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।
বিজেপির হয়ে নাটক-গানের মাধ্যমে প্রচার করতে বিশিষ্ট অভিনেত্রী পাপিয়া অধিকারী তত্ত্বাবধানে একটি নাটকের দল কলকাতা থেকে আসানসোলে এসেছে। যারা আসানসোল রেল স্টেশন সংলগ্ন রেলের একটি গেস্টহাউসে আছেন। অভিযোগ, শুক্রবার দুপুর থেকেই বারবার পুলিশ তাদের কাছে যাচ্ছে জিজ্ঞাসাবাদ করছে। এমনকি ওই নাট্যকর্মীদের বাড়িতে পর্যন্ত পুলিশ পাঠানো হয়েছে। তাও বিষয়টিকে নিছক রুটিন জিজ্ঞাসাবাদ বলে মেনে নিয়েছিল নাট্যকর্মী কিংবা বিজেপি কর্মীরা। কিন্তু বিষয়টিতে ঘৃতাহুতি পরে যখন গভীর রাতে গিয়ে নাট্যকর্মীদের ঘুম থেকে তুলে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। নাট্যকর্মীরা প্রতিবাদ জানাতে গেলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছন আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল-সহ অন্যান্য নেতৃত্বরা।