দুর্গাপুর, 21 মার্চ : কাশ্মীর ফাইলস দেখার জন্য দুর্গাপুরে গোটা মাল্টিপ্লেক্স বুক করে ফেললেন বিজেপির কর্মী-সমর্থকরা ৷ ‘সিনেমা হল দখল করে বিজেপি এবং আরএসএস কর্মীদের ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখানোর ব্যবস্থা করা হয়েছে ৷ সিনেমা দেখার নামে দাঙ্গা করতে চাইছে দুর্গাপুরের বুকে ৷’ এই অভিযোগ এল তৃণমূল ও সিপিআইএম নেতৃত্বের তরফ থেকে (BJP book whole Cinema Hall in Durgapur) ।
দেশজুড়ে ঝড় তুলেছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ । বক্স অফিস মাত করেছে কাশ্মীরি পণ্ডিতদের ওপর নির্মিত এই চলচ্চিত্র । যাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তরজা । তার মধ্যেই একদিনের জন্য দুর্গাপুরের সিটি সেন্টারের মাল্টিপ্লেক্স বুক করলেন বিজেপি কর্মী-সমর্থকরা । ‘জয় শ্রী রাম’ স্লোগানে মুখরিত গোটা এলাকা । তিনশোরও বেশি বিজেপি কর্মীদের জন্য বুকিং করা হয় মাল্টিপ্লেক্স ।