পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Illegal Construction: সরকারি জমি দখলের অভিযোগ, বিজেপি ও তৃণমূল একযোগে ভাঙল অবৈধ নির্মাণ - Durgapur News

সাধারণ মানুষের স্বার্থে দুর্গাপুরে একযোগে অবৈধ নির্মাণ ভেঙে ফেলল তৃণমূল ও বিজেপি নেতৃত্ব (Durgapur News)৷

ETV Bharat
অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে

By

Published : Feb 17, 2023, 4:17 PM IST

অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে অভিযুক্ত ব্যবসায়ী ও দুই রাজনৈতিক দলের প্রতিক্রিয়া

দুর্গাপুর, 17 ফেব্রুয়ারি: সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছিল এক ব্যবসায়ীর বিরুদ্ধে ৷ দলীয় পতাকা লাগিয়ে শুক্রবার গ্রামবাসীদের সঙ্গে নিয়ে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার মামড়া বাজারের ওই অবৈধ নির্মাণ ভেঙে দিল স্থানীয় তৃণমূল ও বিজেপি নেতৃত্ব (BJP and TMC Leaders Destroyed Illegal Construction)৷ তাঁদের অভিযোগ, বারবার জানিয়েও প্রশাসন কোনও ব্যবস্থা না-নেওয়ায় তাঁরা নিজেরাই ভেঙে ফেললেন এই অবৈধ নির্মাণ ৷

যদিও অভিযুক্ত ব্যবসায়ী বাপী সরকারের দাবি, "সেই জমি দীর্ঘদিন ধরে তাঁরই দখলে । জমির সমস্ত সরকারি নথি, দলিল থেকে মিউটেশন সব আছে । আসল ঘটনা হল শাসকদলের কাউকে টাকা দিয়েছিলাম । কিন্তু তারা আরও বেশি চাইছে । আমি সেই টাকা দিতে না-পারার কারণে এই ঘটনা ঘটাল ওরা।" এর বিরুদ্ধে তিনি আইনের দ্বারস্থ হবেন বলেও জানান ৷

অন্যদিকে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, যদি সরকারি জমি হয়ে থাকে তাহলে দখল করাটা উচিত নয় । যারা ভেঙেছে, তারা ঠিক কাজ করেছে । কিন্তু এ ধরনের কোনও অভিযোগ তাদের কাছে আসেনি যে দখল করে রয়েছে ৷ তবে একই ইস্যুতে দুই যুযুধান শিবির বিজেপি ও তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের এককাট্টা হয়ে সরকারি জমির ওপর এই নির্মাণ ভাঙার কাজ করতে দেখা গেল এদিন । এটা একটা বিরল ছবি বলেই মনে করছেন অনেকে ।

আবার অনেকেই প্রশ্ন তুলছেন বাপি সরকার যখন নিজের জমি বলছেন তখন তিনি কেনই বা কাউকে টাকা দিতে গেলেন ? আর শাসকদলের কাকেই বা তিনি টাকা দিয়েছেন ? সেই প্রশ্নও শোরগোল দেখা দিয়েছে ওই এলাকায় । উলটে বাপি সরকারের বিরুদ্ধে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা একযোগে সরকারি জমি বেআইনিভাবে দখল করার অভিযোগ তুলেছেন । বাপি সরকার এই ঘটনার জেরে আইনি লড়াই লড়বার জন্য আদালতের দ্বারস্থ হবেন বলে জানালেও স্থানীয় তৃণমূল ও বিরোধী বিজেপির নেতা-কর্মীরা সেই লড়াই করার জন্য প্রস্তুত আছেন বলে জানান ।

আরও পড়ুন :বন বিভাগের জমিতে অবৈধ নির্মাণ, ভেঙে দিল বন দফতর

ABOUT THE AUTHOR

...view details