কাঁকসা, 9 জুন : কাঁকসায় দুই তৃণমূল নেতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । জখম 3 তৃণমূল কর্মী । আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি এক । কাঁকসা থানার অন্তর্গত মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের ঘটনা ।
আজ গ্রামে BJP-র পক্ষ থেকে বিজয় মিছিলের আয়োজন করা হয়েছিল । 200 থেকে 250 জন BJP কর্মী-সমর্থক যোগ দিয়েছিলেন । অভিযোগ, মিছিল থেকে হামলা করা হয় গ্রামের দুই তৃণমূল নেতার বাড়িতে । প্রথমে জগন্নাথ ঘোষের বাড়িতে হামলা চালানো হয় । ইটবৃষ্টি হয় । বাড়ির ভিতরে ঢুকে ভাঙচুর চলে । এরপর হামলা করা হয় আরও এক তৃণমূল নেতা গৌতম গড়াইয়ের বাড়িতে । BJP কর্মী-সমর্থকদের ছোড়া ঢিলে জখম হন তৃণমূল কর্মী অজয় গড়াই (গৌতম গড়াইয়ের ভাইপো) । ইটবৃষ্টি ছাড়াও BJP কর্মীরা বোমাবাজি করে বলেও অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
উল্লেখ্য, গত 23 তারিখ নির্বাচনের ফল প্রকাশের পর বিষ্ণুপুর গ্রামের তৃণমূলের একটি দলীয় কার্যালয়ের দখল নেয় BJP । এরপর থেকেই গ্রামে চাপা উত্তেজনা ছিল ।