পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP agitation for Durgapur: অভিষেক-পার্থ-জ্যোতিপ্রিয়র কোমরে দড়ি, দুর্গাপুর পৌরনিগমে প্রতীকী আন্দোলন বিজেপির - জ্যোতিপ্রিয় মল্লিক

রাজ্যের পাশপাশি দুর্গাপুর নগর নিগমেও আধিকারিকরা এবং জনপ্রতিনিধিরা বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত এই অভিযোগকে সামনে রেখে দুর্গাপুর নগর নিগমের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। তুমুল বিক্ষোভ সামাল দিতে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশও। বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির এই প্রতিবাদ মিছিলে পা মেলান দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই, বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা-সহ প্রায় কয়েকশো বিজেপি কর্মী-সমর্থক।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 10:47 PM IST

দুর্গাপুর, 10 নভেম্বর: শহরের রাস্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাজিয়ে কোমরে দড়ি বেঁধে মিছিলে হাঁটাল বিজেপি । সঙ্গে সাজানো হয়েছিল সিবিআইও । আর পুরোটাই ছিল প্রতীকী। একই সঙ্গে দুর্গাপুর পৌরনিগমের নির্বাচন চেয়ে সরব হয়েছে গেরুয়া শিবির ।

রাজ্যের পাশপাশি দুর্গাপুর নগর নিগমেও আধিকারিকরা এবং জনপ্রতিনিধিরা বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত এই অভিযোগকে সামনে রেখে দুর্গাপুর নগর নিগমের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। তুমুল বিক্ষোভ সামাল দিতে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশও। বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির এই প্রতিবাদ মিছিলে পা মেলান দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই, বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা-সহ প্রায় কয়েকশো বিজেপি কর্মী-সমর্থক। দুর্গাপুরের গান্ধি মোড় থেকে শুরু হয় মিছিলটি। দুর্গাপুর নগর নিগমে সামনে বিক্ষোভ শুরু করে। অভিযোগ তোলেন দুর্গাপুর নগমের নিগমের বর্জ্যবাহি গাড়ি থেকে তেল চুরি থেকে, টোল ট্যাক্স আদায়ে বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত দুর্গাপুর নগর নিগমের আধিকারিকদের সঙ্গে জনপ্রতিনিধিরাও।

যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে এই দাবিও তুলতে দেখা যায় বিজেপি নেতাদের। পাশাপাশি দুর্গাপুর নগর নিগমের নির্বাচনের দাবিতেও সরব হয় তারা। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেয় বিজেপি নেতৃত্ব। গেরুয়া শিবিরের দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষণ ঘোড়ুই আন্দোলন চলাকালীন হুমকির সুরে বলেন, "দুর্গাপুর পৌরনিগমের নির্বাচন করাতে ভয় পাচ্ছে শাসকদল। দুর্নীতির দায়ে একের পর এক মন্ত্রী জেলে। দুর্গাপুর পৌরনিগমের লাগাম ছাড়া দুর্নীতি চলছে। আর এক মাস দেখব নির্বাচন যদি হয় ভালো, যদি না হয় তাহলে এই পৌর প্রশাসকদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। প্রয়োজনে দুর্গাপুর নগর নিগমে মানুষকে সঙ্গে নিয়ে এসে তালা দিয়ে দেব।"

যদিও তৃণমূল কংগ্রেসের দুর্গাপুরের এক নম্বর ব্লকের সহ-সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী কল্লোল ঘোষ পালটা বলেন, "ছোটবেলায় দেখতাম রাস্তার পাশে মাদারি কা খেল। খেলা শুরু হওয়ার আগে ডুগডুগি বাজিয়ে লোক জড়ো করত। এখন বিজেপি সেইরকম নাটক শুরু করেছে তাদের লোক হচ্ছে না বলে।" দুর্গাপুর নগর নিগমের নির্বাচন নিয়ে শাসক দলের উপর চাপ বাড়াচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি। যদিও সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, লোকসভা নির্বাচনের আগে দুর্গাপুর-সহ রাজ্যের যে সমস্ত পৌরনিগমগুলির নির্বাচন বাকি আছে তা করানো নিয়ে কোনওরকম বার্তা রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়নি। আবার এমন কথাও শোনা যাচ্ছে, দুর্গাপুর নগর নিগমের মোট 43 টি ওয়ার্ড বেড়ে গিয়ে অন্ডাল পর্যন্ত বিরাট এলাকাকে নিয়ে প্রায় 80 টি ওয়ার্ড তৈরি হয়ে তারপরেই দুর্গাপুর নগর নিগমের নির্বাচন হবে।

আরও পড়ুন

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদে ইস্তফা সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের

70 হাজার মহিলাকে তিনিই দেবেন বার্ধক্যভাতা, ডায়মন্ডহারবারে মাস্টারস্ট্রোক অভিষেকের

ABOUT THE AUTHOR

...view details