জামুড়িয়া, 26 মে:কাজী নজরুলের 124তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার কবির জন্মস্থান জামুড়িয়ার চুরুলিয়া গ্রামে শুরু হয়েছে কবিমেলা । 43তম বর্ষে পড়ল এই মেলা । আগে চুরুলিয়ার নজরুল অ্যাকাডেমি এই মেলার আয়োজন করত । বর্তমানে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় এই মেলার পরিচালনার দায়িত্বে রয়েছে । যদিও আগে 7 দিনের জন্য এই মেলা হত । বর্তমানে 3 দিনের মেলা আয়োজিত হয় । বিষয়টি নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন চুরুলিয়াবাসী।
বিদ্রোহী কবি নজরুলের ভাইপো তথা চুরুলিয়া নজরুল অ্যাকাডেমির সভাপতি কাজী রেজাউল করিম জানিয়েছেন আর্থিক সংকটের কারণেই সাত দিনের বদলে তিন দিনের মেলা হচ্ছে । শুক্রবার সকালে প্রভাত ফেরির আয়োজন করা হয় জামুড়িয়ার চুরুলিয়া গ্রামে । চুরুলিয়া গ্রামে কবির মূর্তিতে মাল্যদান করা হয় । মাল্যদান করেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে শিক্ষাকর্মীরা ও বুদ্ধিজীবিরা । এরপর নজরুলের প্রতীকী সমাধি এবং প্রমীলা দেবীর সমাধিতে মাল্যদান করা হয় । নজরুল অ্যাকাডেমির নজরুল মূর্তিতে মাল্যদান করে এদিনের অনুষ্ঠানের সূচনা হয় । বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, আসানসোল থেকে যাওয়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ এদিনের শোভাযাত্রায় অংশ নেন ।