আসানসোল, 17 এপ্রিল : "বিহারী মানেই তারা BJP করেন, এমন একটা অপবাদ আমাদের পিছনে লেগে গেছে। তাই এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে আমরা সেই অপবাদ মুছে ফেলব।" আজ আসানসোলের পাণ্ডবেশ্বরে ভোট প্রচারে এসে একথা বললেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। সঙ্গে ছিলেন মুনমুন সেনও। জিতেন্দ্র আরও বলেন, "বিহারীরা গরিব হতে পারে কিন্তু বেইমান নয়। আমাদের নামের সাথে যেন 'বেইমান বিহারী' শব্দটা না বসে। যা কেউ করতে পারেনি সেটা দিদি করেছে। ছট পুজোয় বিহারের পর প্রথম বাংলায় ছুটি ঘোষণা করা হয়। আমাদের তৃণমূলকে ভোট দিয়ে প্রমাণ করে দিতে হবে হিন্দিভাষীরা বেইমান নয়।" এই মঞ্চেই আজ স্থানীয় BJP নেতা ভিকি চৌরাসিয়াসহ প্রায় 300 জন BJP কর্মী, সমর্থক তৃণমূলে যোগ দেন।
বিহারী মানে BJP করে এই অপবাদ মুছতে হবে : জিতেন্দ্র - undefined
আজ আসানসোলের পাণ্ডবেশ্বরে ভোট প্রচারে এসে মেয়র জিতেন্দ্র তিওয়ারি বললেন, "বিহারী মানেই তারা BJP করেন, এমন একটা অপবাদ আমাদের পিছনে লেগে গেছে। তাই এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে আমরা সেই অপবাদ মুছে ফেলব।"
আজ সারাদিন পাণ্ডবেশ্বর ব্লকের বিভিন্ন জায়গায় জনসভা ও রোড শোর মাধ্যমে প্রচার সারেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুনমুন সেন। এছাড়াও ছিলেন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। প্রথমে হরিপুরের FP স্কুল মাঠ, পরে নবগ্রাম স্কুল মাঠে জনসভা হয়। মুনমুন সেন বলেন, "কয়লাখনি বন্ধ হচ্ছে। দিদি পারে এর বিরুদ্ধে লড়াই করতে। আমার সাংসদ তহবিলে 5 কোটি টাকা প্রতিবছর বরাদ্দ। তা দিয়ে সুন্দর করে সাজাব সব। সব একসাথে চাইলে হবে না। তবে আসতে আসতে সব হবে।" সভায় হিন্দিভাষী লোকজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আসানসোলে গরম কেমন তা জানতে চাওয়া হলে তিনি বলেন, "বাঁকুড়াতেও প্রচণ্ড গরম ছিল। 48 ডিগ্রি তাপমাত্রা ছিল সেখানে। এখানেও প্রচণ্ড গরম। মাঝে মাঝে মনে হয় অজ্ঞান হয়ে যাব।" কী খাচ্ছেন এই গরমে ? এর উত্তরে তিনি বলেন, "গরমে কিছু ভালো লাগছে না। মাঝে মধ্যে একটু লস্যি খাই। আর একটু আলু সেদ্ধ দিয়ে ভাত। যেহেতু ডায়াবেটিস আছে তাই বেশি খেতে পারি না। তবে আজও মোটা চালের ভাতই খাই। আমার সঙ্গে যারা থাকে তারাও সেটাই ভালোবাসে।"