দুর্গাপুর, 7 অগস্ট: পরিচালক হরনাথ চক্রবর্তীর হাত ধরেই বাংলা সিনেমায় অভিষেক হচ্ছে মদন মিত্রের ৷ তিনি এবার রাজনীতিক থেকে অভিনেতা হয়ে উঠতে চলেছেন ৷ তাঁর নতুন বাংলা ছবি 'ওহ লাভলি' র প্রোমোশনে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি ঝাঁ-চকচকে শপিংমলে সোমবার উপস্থিত হয়েছিলেন স্বয়ং মদন মিত্র ৷ ছিলেন ছবির কলাকুশলীরাও। রাজনীতির ময়দান থেকে অভিনয়, একের পর এক চ্যালেঞ্জ নিয়ে বিধায়ক মদন মিত্র এই ছবিতে বাবার ভূমিকায় ধরা দিচ্ছেন। ছবির প্রচারে মদন মিত্র ছাড়াও ছিলেন পরিচালক হরনাথ চক্রবর্তী, অভিনেতা ঋক, অভিনেত্রী রাজনন্দিনী-সহ অন্যান্য কুশীলবরা ৷ ওহ লাভলি নিয়ে কী বললেন ঋক-রাজনন্দিনী ?
আগামী 25 অগস্ট মুক্তি পাচ্ছে এই ছবি ৷ হরনাথ চক্রবর্তী পরিচালিত 'ওহ লাভলি' ছবির সাফল্য নিয়ে আশাবাদী পরিচালক-সহ অভিনেতা মদন মিত্র ও অন্যান্যরা। ছবিতে নতুন মুখ ঋক চট্টোপাধ্যায়কে তুলে আনছেন পরিচালক হরনাথ। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে নায়িকা হিসাবে ইতিমধ্যেই পরিচিত মুখ রাজনন্দিনী ৷ অত্যন্ত আত্মবিশ্বাসী তাঁরা এই চলচ্চিত্রের সাফল্য নিয়ে। চলচ্চিত্রে মদন মিত্র একটি রাইস মিলের মালিকের ভূমিকায় অভিনয় করেছেন বলে তিনি নিজেই জানালেন।
আরও পড়ুন:'ওহ! লাভলি' ছবিতে মদন মিত্র ও অন্যান্য চরিত্রদের ফার্স্ট লুক প্রকাশ্যে