পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Oh Lovely Promotion: ছবির প্রচারে শিল্পশহরে ওহ লাভলি'র টিম! কী বললেন ঋক-রাজনন্দিনী - ঋক রাজনন্দিনী

Bengali New Film Oh Lovely: রঙিন মেজাজ তাঁর। যেখানে যান মধ্যমণি হয়ে যান। এবারও তাই হলেন ৷ দুর্গাপুরে তাঁর আসন্ন ছবি ওহ লাভলির প্রচারে যান এমএম ৷ সিনে দুনিয়ায় এই তাঁর হাতেখড়ি ৷ ছবির প্রচারে মদন মিত্র ছাড়াও ছিলেন পরিচালক হরনাথ চক্রবর্তী, অভিনেতা ঋক, অভিনেত্রী রাজনন্দিনী-সহ অন্যান্য কুশীলবরা ৷ ওহ লাভলি নিয়ে কী বললেন ঋক-রাজনন্দিনী ?

Oh Lovely Promotion
ছবির প্রচারে শিল্পশহরে ওহ লাভলির টিম

By

Published : Aug 7, 2023, 10:41 PM IST

ছবির প্রচারে শিল্পশহরে ওহ লাভলির টিম

দুর্গাপুর, 7 অগস্ট: পরিচালক হরনাথ চক্রবর্তীর হাত ধরেই বাংলা সিনেমায় অভিষেক হচ্ছে মদন মিত্রের ৷ তিনি এবার রাজনীতিক থেকে অভিনেতা হয়ে উঠতে চলেছেন ৷ তাঁর নতুন বাংলা ছবি 'ওহ লাভলি' র প্রোমোশনে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি ঝাঁ-চকচকে শপিংমলে সোমবার উপস্থিত হয়েছিলেন স্বয়ং মদন মিত্র ৷ ছিলেন ছবির কলাকুশলীরাও। রাজনীতির ময়দান থেকে অভিনয়, একের পর এক চ্যালেঞ্জ নিয়ে বিধায়ক মদন মিত্র এই ছবিতে বাবার ভূমিকায় ধরা দিচ্ছেন। ছবির প্রচারে মদন মিত্র ছাড়াও ছিলেন পরিচালক হরনাথ চক্রবর্তী, অভিনেতা ঋক, অভিনেত্রী রাজনন্দিনী-সহ অন্যান্য কুশীলবরা ৷ ওহ লাভলি নিয়ে কী বললেন ঋক-রাজনন্দিনী ?

আগামী 25 অগস্ট মুক্তি পাচ্ছে এই ছবি ৷ হরনাথ চক্রবর্তী পরিচালিত 'ওহ লাভলি' ছবির সাফল্য নিয়ে আশাবাদী পরিচালক-সহ অভিনেতা মদন মিত্র ও অন্যান্যরা। ছবিতে নতুন মুখ ঋক চট্টোপাধ্যায়কে তুলে আনছেন পরিচালক হরনাথ। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে নায়িকা হিসাবে ইতিমধ্যেই পরিচিত মুখ রাজনন্দিনী ৷ অত্যন্ত আত্মবিশ্বাসী তাঁরা এই চলচ্চিত্রের সাফল্য নিয়ে। চলচ্চিত্রে মদন মিত্র একটি রাইস মিলের মালিকের ভূমিকায় অভিনয় করেছেন বলে তিনি নিজেই জানালেন।

আরও পড়ুন:'ওহ! লাভলি' ছবিতে মদন মিত্র ও অন্যান্য চরিত্রদের ফার্স্ট লুক প্রকাশ্যে

মদন মিত্র জানালেন অত্যাচারের বিরুদ্ধে তিনি বন্দুক ধরেছেন এই চলচ্চিত্রে। সেইসঙ্গে হাসি, মজা, কমেডি, ড্রামা সবই রয়েছে 'ও লাভলি' সিনেমায়। দুর্গাপুরে এই সিনেমার প্রচারে এসে রাজনন্দিনী বৃষ্টি মাথায় নিয়ে উপস্থিত থাকা দর্শকদের উদ্দেশ্যে বলেন, "আমরা নতুন হলেও মনপ্রাণ দিয়ে এই সিনেমায় অভিনয় করেছি। পরিবারের সবাইকে নিয়ে যান আগামী 25 অগস্ট আপনার নিকটবর্তী সিনেমা হলে। এই চলচ্চিত্রে আপনার পরিবারের অনেক অজানা কাহিনি আপনারা দেখতে পাবেন।"

অভিনেতা ঋক দর্শকদের উদ্দেশ্যে বলেন, "আমার জীবনের প্রথম সিনেমা এটা। রাজনন্দিনী আমার সঙ্গে রয়েছে ৷ তার সঙ্গে বিখ্যাত ব্যক্তিত্ব এমএম, মদন মিত্র। তবে এই সিনেমায় আরও এমন অনেক কিছু রয়েছে যা জানতে হলে আপনাকে ছবিটি অবশ্যই দেখতে হবে।"

আরও পড়ুন:'ওহ লাভলি'র প্রচারে দুর্গাপুরে গিয়ে ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় 'কালারফুল' মদন

ABOUT THE AUTHOR

...view details