আসানসোল, 6 মে: একেবারে ঝাড়খন্ড লাগোয়া মহকুমা । মিশ্র সংস্কৃতির শহর আসানসোল । যেখানে কয়েকদিন আগেই 'বাংলা গেল গেল...' রব তুলেছিলেন বুদ্ধিজীবিরা ৷ সেখানেই নিন্দুকদের মুখ ছাই ! শিল্পী সংগঠন আসানসোল আর্টিস্ট ওয়েলফেয়ার সোসাইটির তরফে বাংলা সঙ্গীত মেলার আয়োজন করা হয়েছে । শুক্রবার শহরের রবীন্দ্রভবনে শুরু হওয়া এই সঙ্গীতের মহাযজ্ঞ চলবে তিনদিন ব্যাপী ৷ কলকাতা ও আসানসোল-সহ 150 জন শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন এই সঙ্গীত মেলায় ।
কলকাতায় সরকারি উদ্যোগে সঙ্গীত মেলা হয় । গতবছর কোভিড মহামারির পর বাংলা সঙ্গীত মেলা শুরু হয় আসানসোলে । শিল্পীরা নিজেদের তাগিদে শুরু করেছেন এই বাংলা সঙ্গীত মেলার । দীর্ঘ করোনা কালের পর শিল্পীরা গত বছর এই সঙ্গীতমেলার হাত ধরেই মঞ্চে ফিরেছিলেন । দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ৷ দূর-দূরান্ত থেকে সংগীত প্রেমী মানুষ-জন এসেছিলেন শিল্পীদের গান শুনতে । বাংলা গান শোনার জন্য কানায়-কানায় ভর্তি হয়ে গিয়েছিল রবীন্দ্রভবন ।
এবার তাই তিনদিনের জন্য আয়োজন করা হয়েছে গান মেলার । শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছে বাংলা সঙ্গীত মেলা । চলবে আগামিকাল অর্থাৎ রবিবার পর্যন্ত । কলকাতার নামী শিল্পীদের সঙ্গে আসানসোলের 120 জন শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন । তাতে ধ্রুপদী থেকে শুরু করে আধুনিক, পুরাতনী, লোকগান সমস্ত কিছুই থাকছে ।