পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Didir Suraksha Kawach: কাঁকসায় দিদির দূত হয়ে স্কুলে শিক্ষকের ভূমিকায় স্বয়ং পঞ্চায়েত মন্ত্রী - দিদির সুরক্ষা কবচ

দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বুধবার পশ্চিম বর্ধমানের কাঁকসায় হাজির হয়েছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার (Bengal Minister Pradip Mazumdar) ৷ তাঁকে সেখানে একটি স্কুলে গিয়ে ক্লাসও নিতে দেখা যায় ৷

Didir Suraksha Kawach
Didir Suraksha Kawach

By

Published : Jan 18, 2023, 3:29 PM IST

Updated : Jan 18, 2023, 5:03 PM IST

কাঁকসায় দিদির দূত পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার

দুর্গাপুর (পশ্চিম বর্ধমান), 18 জানুয়ারি: দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে দিদির দূত (Didir Dut) হয়ে কাঁকসার গোপালপুর উচ্চবিদ্যালয়ে শিক্ষকের ভূমিকায় দেখা গেল রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদারকে ।

বুধবার সকালে গোপালপুর পঞ্চায়েত এলাকায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে দিদির দূত হয়ে বাইকে করে আসেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ও জেলা তৃণমূল (Trinamool Congress) নেতৃত্ব । রাস্তায় শোনেন বহু মানুষের সমস্যার কথা । সেই সমস্যাগুলি লিপিবদ্ধ করেন । তারপরেই পৌছে যান গোপালপুর উচ্চ বিদ্যালয়ে ।

সেখানে একাদশ শ্রেণীতে পড়ুয়াদের পঠন পাঠন কেমন হচ্ছে খোঁজ নিতে গিয়ে নিজেই ক্লাস নিলেন মন্ত্রী । পড়ুয়াদের কোনও সমস্যা রয়েছে কি না সেগুলিও তিনি শোনেন ৷ সেগুলিও লিপিবদ্ধ করেন । স্কুলের মিড ডে মিলের (Mid Day Meal) গুণমান খতিয়ে দেখেন তিনি । পাশাপাশি শিক্ষকদের সমস্যাও শুনতে দেখা যায় মন্ত্রীকে ।

কাঁকাসায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে মন্ত্রী প্রদীপ মজুমদার

মন্ত্রী প্রদীপ মজুমদার পরে বলেন, "আমরা দিদির দূত হিসাবে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছাচ্ছি । ছাত্রসমাজ আমাদের সমাজের মেরুদণ্ড । তাই তাদের অভাব-অভিযোগের কথা যেমন শুনলাম, তেমনই তাদের উদ্দেশ্যে কিছু বার্তা রাখলাম অভিভাবক হিসাবে । এখানকার ছাত্র-ছাত্রীদের অভিযোগ সেরকম পাইনি । যেটুকু পেলাম, তা পূরণ করার চেষ্টা করব । এই সমস্ত ছাত্র-ছাত্রীরা আগামীর ভবিষ্যৎ । এরাই বাংলাকে তথা দেশকে নতুন দিশা দেখাবে । তাই তাদের সঙ্গে কথা বলাটা অত্যন্ত জরুরি বলে মনে করেছি ।"

গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও কার্যত আপ্লুত মন্ত্রীকে সামনে পেয়ে এবং তাঁর কাছে তাদের স্কুলের সমস্যার কথা তুলে ধরতে পেরে । ছাত্রছাত্রীরা মন্ত্রীর উপদেশ মেনে আগামিদিনে পড়াশোনায় আরও উন্নতি করবে বলেও জানিয়েছে ।

এদিকে গোপালপুর গ্রামে আজ মন্ত্রীর এই আগমনকে ঘিরে সাজো সাজো রথ দেখা গেল । গোপালপুর গ্রামের বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে কথা বলতে দেখা গেল মন্ত্রী প্রদীপ মজুমদারকে । সরকারি প্রকল্পের সুবিধা তারা পাচ্ছেন কি না সরেজমিনে খতিয়ে দেখলেন মন্ত্রী ।

আরও পড়ুন:'দিদির দূত' বিধায়ককে অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

Last Updated : Jan 18, 2023, 5:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details