কাঁকসা, ৮ এপ্রিল : শিয়রে নির্বাচন ৷ হাতে মাত্র 18 দিন ৷ তারপরেই সপ্তম দফায় ইভিএমবন্দি হবে পশ্চিম বর্ধমানবাসীর জনমত ৷ তার আগেই বুধবার রাতে তৃণমূল ও সিপিআইএম কার্যালয়ে ভাঙচুর ও দেওয়াল লিখন মুছে ফেলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে ৷ এমনকি স্থানীয় মহিলাদের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ । ঘটনাটি ঘটেছে কাঁকসা ব্লকের বসুধা গ্রামে ৷ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে আসে কাঁকসা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী । ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে ৷
স্থানীয় এক মহিলা তৃণমূল কর্মীর অভিযোগ, বিজেপি কর্মীরা মদ্যপ অবস্থায় এসে ফ্ল্যাগ , ফেস্টুন ও ব্যানার ছিড়ে দেবে বলে হুমকি দেয় ৷ এমনকি তাঁদের প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় ৷ তাঁর স্বামী তৃণমূল করেন, তাই স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন তিনি ৷