পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে আসানসোলের রাস্তায় বুদ্ধিজীবীরা - আসানসোল

ছুটির দিনে কেন্দ্রের বিভিন্ন নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে মিছিলে সরব হলেন শিল্পী, কবি, বুদ্ধিজীবীরা। বিশাল ব্যানার হাতে এদিন আসানসোল গরাই রোডের ঘড়ি মোড় থেকে রামসায়র ময়দান পর্যন্ত বুদ্ধিজীবীদের এই মিছিলটি সংগঠিত হয়।

ভোটের মুখে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে আসানসোলের রাস্তায় বুদ্ধিজীবীরা
ভোটের মুখে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে আসানসোলের রাস্তায় বুদ্ধিজীবীরা

By

Published : Apr 11, 2021, 7:36 PM IST

Updated : Apr 11, 2021, 7:47 PM IST

আসানসোল, 11 এপ্রিল : সপ্তম দফায় ২৬ এপ্রিল পশ্চিম বর্ধমানে ভোট। সেদিনই ভোটবাক্সে বন্দি হবে আসানসোলের জনমত ৷ সব রাজনৈতিক দলের ভোট প্রচারের মাঝেই রবিবার ছুটির দিনে কেন্দ্রের বিভিন্ন নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে মিছিলে সরব হলেন শিল্পী, কবি, বুদ্ধিজীবীরা। বিশাল ব্যানার হাতে এদিন আসানসোল গরাই রোডের ঘড়ি মোড় থেকে রামসায়র ময়দান পর্যন্ত বুদ্ধিজীবীদের এই মিছিলটি সংগঠিত হয়।
মিছিলে কৃষি আইন, শিল্পের বিলগ্নিকরণ, হাথরস সহ শীতলকুচির ঘটনা নিয়ে প্রতিবাদে গর্জে ওঠেন বুদ্ধিজীবীরা।

কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে আসানসোলের রাস্তায় বুদ্ধিজীবীরা
কিন্তু এই মিছিলে কি ভোটাররা প্রভাবিত হবেন ?এই বিষয়ে বিশিষ্ট বাচিকশিল্পী সুদীপ্ত রায় বলেন, " আমরা অরাজনৈতিক ভাবেই রাস্তায় নেমেছি। মানুষের সামনে সমস্ত সত্য, অন্যায় সামনে আনাই আমাদের কাজ। সবটা জানার পর মানুষ নিজে বিচার করে ভোট দেবেন।"
Last Updated : Apr 11, 2021, 7:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details