পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নির্বাচনের সময় কড়া নজরদারি চালাতে দুই রাজ্যের পুলিশ-প্রশাসনের সমন্বয় বৈঠক - Pashim Bardhaman

অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং ঝাড়খণ্ডের পুলিশ ও প্রশাসনের সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হল । আজ, আসানসোল সার্কিট হাউসের এই বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে দুই রাজ্যের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক ও প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন ।

নির্বাচনের সময় কড়া নজরদারি চালাতে দুই রাজ্যের পুলিশ-প্রশাসনের সমন্বয় বৈঠক
নির্বাচনের সময় কড়া নজরদারি চালাতে দুই রাজ্যের পুলিশ-প্রশাসনের সমন্বয় বৈঠক

By

Published : Mar 26, 2021, 8:03 PM IST

আসানসোল, 26 মার্চ : অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং ঝাড়খণ্ডের পুলিশ ও প্রশাসনের সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হল । আজ, আসানসোল সার্কিট হাউসের এই বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে দুই রাজ্যের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক ও প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন ।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন জানান, দুই রাজ্যের পুলিশ এবং প্রশাসনের মধ্যে বৈঠক হয়েছে । মূলত, বাংলা এবং ঝাড়খণ্ডের সীমানা এলাকাগুলিতে নাকা তল্লাশি চালানো হবে । ভিনরাজ্য থেকে কোনও দুষ্কৃতি যাতে রাজ্যে ভোট চলাকালীন কোনও দরকারে ঢুকতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করতে দুই রাজ্যের পুলিশ ও প্রশাসনের মধ্যে বৈঠক হয় ।

আরও পড়ুন :কাল 5 জেলার 30 কেন্দ্রে ভোট, তুঙ্গে নিরাপত্তা

পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন, কোনও রকমের দুষ্কৃতিরা বেআইনি অস্ত্র নিয়ে রাজ্যে প্রবেশ করতে না পারে, সেই বিষয়টিও নিশ্চিত করা হচ্ছে। ঝাড়খণ্ডের পুলিশ ও প্রশাসন সহযোগিতা করছে। ঝাড়খণ্ডের সীমানা সংলগ্ন এলারাগুলিতে ড্রোন দিয়ে তল্লাশি চালানো হবে ।

নির্বাচনের সময় কড়া নজরদারি চালাতে দুই রাজ্যের পুলিশ-প্রশাসনের সমন্বয় বৈঠক

ABOUT THE AUTHOR

...view details