আসানসোল, 26 মার্চ : অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং ঝাড়খণ্ডের পুলিশ ও প্রশাসনের সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হল । আজ, আসানসোল সার্কিট হাউসের এই বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে দুই রাজ্যের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক ও প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন ।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন জানান, দুই রাজ্যের পুলিশ এবং প্রশাসনের মধ্যে বৈঠক হয়েছে । মূলত, বাংলা এবং ঝাড়খণ্ডের সীমানা এলাকাগুলিতে নাকা তল্লাশি চালানো হবে । ভিনরাজ্য থেকে কোনও দুষ্কৃতি যাতে রাজ্যে ভোট চলাকালীন কোনও দরকারে ঢুকতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করতে দুই রাজ্যের পুলিশ ও প্রশাসনের মধ্যে বৈঠক হয় ।